• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২৮:৩২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২৮:৩২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

হাবিপ্রবি ছাত্রলীগের সহ-সভাপতিসহ ৫ নেতা গ্রেফতার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার মামলায় হাজী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতিসহ ছাত্রলীগের ৫ নেতাকে গ্রেফতার করা হয়েছে। ৬ নভেম্বর বুধবার দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।জেলার কোতয়ালী থানা অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় তাদের উপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে জড়িতদের গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে। হামলার ঘটনার মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে।আটকরা হলো- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের সহ সভাপতি মো. রাফসান জানি। সে গাইবান্ধা গোবিন্দগঞ্জ সাংকুঞ্জনা নাকাই এলাকার আহম্মেদ আলির ছেলে। ২নং সুন্দরবন ইউনিয়নের ধর্মনারায়ণ রায়ের ছেলে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জুয়েল চন্দ্র রায়।এছাড়া, রামনগর এলাকার আমজার আলী ছেলে ১নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিমন। ৪নং শেখপুরা ইউনিয়ন চক দেহ তৈর এলাকার আবুল কালাম আজাদের ছেলে ছাত্রলীগের সভাপতি মো. রিয়াদ হোসেন এবং ১নং চেহেলগাজী ইউনিয়ন কসালপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে ছাত্রলীগের সহ-সভাপতি মো. রানা বাবু।