রাঙ্গুনিয়ায় ‘সরগম সঙ্গীত একাডেমি’র সাংষ্কৃতিক অনুষ্ঠান
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ‘সরগম সঙ্গীত একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সরগম সঙ্গীত একাডেমির সভাপতি সাংবাদিক মাসুদ নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ রাঙ্গুনিয়া সমিতির সহ-সভাপতি শিক্ষানুরাগী দীপেন সাহা।অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মারজান হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ও কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং।সঙ্গীত একাডেমির সাধারণ সম্পাদক রাতুল বৈদ্য রাসেল অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈবাল চক্রবর্তী, দ্যা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলের পরিচালক মহিউদ্দিন রোকন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব, অর্থ ও দফতর সম্পাদক জগলুল হুদা, চলচ্চিত্র অভিনেতা এমআরসি বাবু প্রমুখ।‘সরগম সঙ্গীত একাডেমি’র বার্ষিক অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী নাইমুন নাহার। বিটিভির তালিকাভুক্ত শিল্পী নির্বাচিত হওয়ায় কণ্ঠশিল্পী গিয়াস উদ্দিন আহমেদ কাজল, জুলিয়ানা ছাদেক সোমা, স্বর্ণালী আক্তার, শ্রাবন্তী দাশ মমকে সংবর্ধিত করা হয়। এছাড়া সরগম সঙ্গীত একাডেমির শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।