‘উত্তরা ক্লাব’ লিমিটেডের উদ্যোগে মিউজিক-মেজবান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইউনিএল টেনিস কোট মিলনায়তনে বর্ণাঢ্য সঙ্গীত, মেজবান, শীতের পিঠা ও বিভিন্ন রকমের স্ন্যাকসের পাসরার আয়োজন করা করা হয়েছে।১২ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ‘উত্তরা ক্লাব’ লিমিটেডের সফল প্রেসিডেন্ট গাউস ইউ খানের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি ও সফল উদ্যোক্তা গাউছ ইউ খান উপস্থিত থেকে সদস্যদের বরণ করে সকল কার্যক্রম পরিচালনা করেন।অনুষ্ঠানে ক্লাবের কার্যকরী কমিটির কর্মকর্তাসহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় ক্লাবের প্রেসিডেন্ট প্রার্থী গাউছ ইউ খান বলেন, আগামীতে ক্লাবকে আরো দৃষ্টিনন্দনসহ রাজধানীর সেরা ক্লাবের তালিকায় ধরে রাখতে আমরা বদ্ধপরিকর। তার জন্য আমাদের সকলকে আন্তরিক চেষ্টা অব্যাহত রাখতে হবে।