• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে পৌষ ১৪৩১ সকাল ১০:০০:৩৫ (07-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে পৌষ ১৪৩১ সকাল ১০:০০:৩৫ (07-Jan-2025)
  • - ৩৩° সে:

৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই : সাখাওয়াত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, গত ১৫ বছর ধরে শেখ হাসিনার সরকার বাংলাদেশের জনগণের অধিকার হরণ করে রেখেছে। মানুষের বাকস্বাধীনতা নেই, ন্যায়বিচার থেকে বঞ্চিত। এমনকি জনগণ তাদের ভোটাধিকারও হারিয়েছে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সংস্কারিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।২৯ ডিসেম্বর রোববার বিকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২৭নং ওয়ার্ডে আয়োজিত ‘৩১ দফার পক্ষে জনসম্পৃক্তি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে সাখাওয়াত বলেন, ‘আমরা এমন একটি দেশ চাই যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার পরিচয় হবে বাংলাদেশি। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও পছন্দের প্রার্থী নির্বাচিত করার সুযোগ নিশ্চিত করতে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন।তিনি আরও বলেন, ভারত তাদের কূটকৌশলের মাধ্যমে শেখ হাসিনার শাসন কায়েম রেখেছে। বাংলাদেশে জনগণের ভোটাধিকার হরণ করার পেছনে ভারতের বড় ভূমিকা রয়েছে। আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ চাই, যেখানে জনগণের ক্ষমতা জনগণের হাতে থাকবে।সাখাওয়াত হোসেন বলেন, যদি বিএনপি’র কোনো সদস্য অন্যায় বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা জনগণের বিরুদ্ধে কোনো অন্যায় সহ্য করব না। শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা প্রয়োজন, তাই করব।শামীম ওসমান পরিবারের কার্যক্রমের কড়া সমালোচনা করে তিনি বলেন, এই পরিবার নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল। আমরা জনগণের শাসন প্রতিষ্ঠা করে সেই অবস্থা বদলে দিতে চাই।আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি মাজাহারুল ইসলাম হিরনসহ স্থানীয় নেতৃবৃন্দ।