• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই ফাল্গুন ১৪৩১ সকাল ০৮:৩৪:৫২ (25-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই ফাল্গুন ১৪৩১ সকাল ০৮:৩৪:৫২ (25-Feb-2025)
  • - ৩৩° সে:

আখাউড়ায় মাকে হত্যার অভিযোগে প্রতিবন্ধী ছেলে আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগে সিয়াম মোল্লা (১৯) নামের এক প্রতিবন্ধী ছেলেকে আটক করেছে থানা পুলিশ।১৪ ফেব্রুয়ারি শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম ওই এলাকার মিজান মোল্লার স্ত্রী।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহতের মেয়ে নাদিরা বেগম জানান, আমার ভাই একজন প্রতিবন্ধী। সে কয়েকদিন পরপর বাসা থেকে হারিয়ে যায়। হারিয়ে গেলে মা খাবার খাওয়া বন্ধ করে কান্নাকাটি করে ভেঙ্গে পড়েন। সিয়াম যেন বাসা থেকে বের না হতে পারে, সেই জন্য সব সময় মায়ের নজরেই রাখতো। আমার ভাই কখনো মাকে খুন করতে পারে না। সে ভয়ে এসব কথা বলতেছে।স্থানীয় ইউপি সদস্য মোসা মিয়া জানান, ভোর ৬টার দিকে খবর পায় মিজান মোল্লার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে চলে গেছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে হত্যাকারী সিয়াম মোল্লাকে আটক করা হয়। এদিকে খুনি যেই হউক সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত অপরাধীর বিচার দাবি জানিয়েছেন এলাকাবাসী।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, সিয়ামকে বাসা থেকে বের হতে দেয়নি তার মা। ধারণা করা হচ্ছে সেই ক্ষোভের কারণেই তার মাকে কুপিয়ে হত্যা করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই স্বীকার করেন সে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বের করার জন্য চেষ্টা চলছে।