• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৩:৫০ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৩:৫০ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

লালমোহনে সাপুড়েদের প্রীতি ফুটবল ম্যাচ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে সাপুড়েদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।১৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে শরিয়তপুর জেলা থেকে আগত সাপুড়েদের একটি দলের সাথে প্রীতি ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছে ভোলা জেলা সাপুড়ে দল। লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে ম্যাচের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।শরিয়তপুর থেকে আগত সাপুড়ে দলের খেলোয়াড় নান্টু মিয়া জানান, আমরা পেশার কারণে জেলার বিভিন্ন স্থানে যাতায়াত করি। সব জায়গার সাপুড়েদের সাথে সুসম্পর্ক ও বন্ধন তৈরি করতে আমরা এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছি।ম্যাচ উদ্বোধন করে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী সকল শ্রেণির সকল পেশার মানুষের অধিকার নিশ্চিত করেছেন, তাদের সম্মান বৃদ্ধি করেছেন। এ কারণে আজ সকলে সমান সুবিধা পাচ্ছে।ম্যাচে শরিয়তপুর জেলা ১-০ গোলে জয় লাভ করে। এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা শাহিন জুয়েল, ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রাহাত আনোয়ার, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।