• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৯:৪৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৯:৪৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

বগুড়ায় অনির্দিষ্টকালের জন্য দলিল রেজিস্ট্রির কার্যক্রম বন্ধ ঘোষণা

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সদর সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম দুর্নীতির কারণে তিন দিন যাবত দলিল লেখা বন্ধ এবং দলিল রেজিস্ট্রি না হওয়ার অভিযোগ উঠেছে। দলিল লেখক সমিতি অনির্দিষ্ট কালের জন্য দলিল রেজিষ্ট্রির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।অভিযোগ সূত্রে জানা যায়, অফিস সহকারী তানজিল আল সরকারের নানা অনিয়ম ও অবৈধভাবে অর্থ দাবির বিরুদ্ধে প্রতিবাদ করে বাংলাদেশ দলিল লেখক সমিতি বগুড়া সদর শাখার লেখকগণ গত ৭ জুলাই থেকে অনির্দিষ্ট কালের জন্য দলিল রেজিস্ট্রির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।অভিযুক্ত ব্যক্তি অফিস সহকারী তানজিল আল সরকারের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে, বিষয়টি অস্বীকার করে তিনি জানান,  বিষয়ে অবগত নয়। এমনকি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কোন নোটিশ বা মৌখিকভাবেও জানাননি বলে জানান তিনি।বাংলাদেশ দলিল লেখক সমিতি বগুড়া সদর শাখার সভাপতি মকছুদুল ও সাধারণ সম্পাদক জরুল ইসলাম টুকু জানান, বিষয়টি নিয়ে জেলা রেজিস্টারের সাথে সমন্বয়ের জন্য আলোচনা চলছে।বগুড়া জেলা রেজিস্টার জানায়, এই অভিযোগের বিষয়ে তিনি কোনো কিছু জানেন না। তবে অভিযোগটি হাতে পেলে যথাযথ বিধি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।