কোম্পানীগঞ্জে পিতাকে মারধরের অভিযোগে ছেলে গ্রেফতার
সিলেট ব্যুরো: সামাজিক যোগাযোগ মাধ্যমে "ছেলের লাঠির আঘাতে বাবা আহত" শিরোনামে ছবিসহ খবর প্রকাশিত হয়েছে। এর পর জেলা, বিভাগসহ সারাদেশে চলে তুলকালাম।২০ মার্চ বুধবার খবর পেয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামু্নের নির্দেশনায় অভিযুক্ত ছেলেকে কোম্পানীগঞ্জ থানার বরম সিদ্দিপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতার অভিযুক্ত ছেলে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সিদ্দিকপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে লায়েক মিয়া (২৬)। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার।তিনি জানান, ২০ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে "ছেলের লাঠির আঘাতে বাবা আহত" শিরোনামে ছবিসহ একটি খবর ছড়িয়ে পরে। বিষয়টি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামু্নের নজরে আসলে তিনি তাৎক্ষণিক কোম্পানীগঞ্জ থানা পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন।এরই প্রেক্ষিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুততার সহিত পাষণ্ড পুত্র লায়েক মিয়া (২৬) কে বরম সিদ্দিপুর এলাকা থেকে গ্রেফতার করে।তিনি আরও জানান, আহত পিতা কোম্পানীগঞ্জ উপজেলার সিদ্দিকপুর গ্রামের তজমুল আলীর ছেলে আব্দুল জব্বার (৬৫)। তিনি নিজে বাদি হয়ে ঘটনার বিবরণ দিয়ে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।গ্রেফতার লায়েক মিয়ার (২৬) বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।