মাটিরাঙ্গার কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের (উফশী ও হাইব্রিড) জাতের ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে।২১ নভেম্বর বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।এসময় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আমির হেসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন, দেবাশীষ চাকমা, কৃষক-কৃষাণীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী বলেন, কৃষি প্রধান আমাদের দেশে খাদ্য উৎপাদন আরও বৃদ্ধির লক্ষে ও সারাদেশে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। তারই ধারাবাহিকতায় মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিস বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে সার ও বীজ নিচ্ছে কৃষক। মোট ২ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে প্রতি বিঘা জমির জন্য ২ কেজি হাইব্রিড জাতের বীজ ধান পাবেন ১ হাজার ৫০০ জন কৃষক। প্রতি বিঘা ৫ কেজি উফশী জাতের বীজ ধান, ১০ কেজি ডিএসপি ও ১০ কেজি এমওপি সার পাবেন মোট ১ হাজার জন কৃষক।