‘অতিরিক্ত দামে সার বিক্রি করার সুযোগ নেই’
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদফতর ঢাকা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আফিয়া আক্তার বলেছেন, সরকার নির্দিষ্ট দামের চেয়ে অতিরিক্ত দামে ডিলাররা সিন্ডিকেট করে সার বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে৷ কোনো সার ডিলার অতিরিক্ত দাম চাইলে সরাসরি কৃষি অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন কৃষকদের৷৭ ফেব্রুয়ারি বুধবার দুপুরে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ভাওয়ালি এলাকায় বারি সরিষা-১৪ এর প্রদর্শনী ও তেল বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ড. আফিয়া আক্তার বলেন, আধুনিক জাতের সরিষার চাষ করলে যেমন ফলন বেশি হবে৷ তেমনি লাভবান হবে কৃষক৷ কৃষি বান্ধব সরকারের মূল লক্ষ্য কৃষকের যেন চাষাবাদে কৃষি অফিস থেকে সেবার ঘাটতি না থাকে। সেদিকে লক্ষ্য রেখে মাঠ পর্যায়ে কৃষকের পাশে থেকে দায়িত্ব পালন করতে হবে কর্মকর্তাদের৷ তিনি বলেন, যেকোনো প্রয়োজনে কৃষি অফিসে আপনারা যোগাযোগ করবেন। সব সময় আপনাদের সেবায় কৃষি অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারীরা ব্লক পর্যায়ে সেবা দিতে প্রস্তুত রয়েছে। সরকার সবসময় কৃষিকে গুরুত্ব দেয়৷ সেজন্যই আপনাদের সার, বীজসহ বিনামূল্যে বিভিন্ন প্রনোদনার ব্যবস্থা করেছে সরকার।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা আছমা জাহানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রকল্প পরিচালক মুহাম্মদ আরশেদ আলী চৌধুরীসহ অনান্য কর্মকর্তারা৷এসময় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক অনুপম দত্ত নিপুসহ যন্ত্রাইল ইউনিয়নের প্রতিটি ব্লকের কৃষক উপস্থিত ছিলেন।