• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ রাত ১১:৩৬:০০ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ রাত ১১:৩৬:০০ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।১৬ এপ্রিল বুধবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের অবস্থার উন্নতির জন্য ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনার আওতায় বীজ ও সার বিনামূ্ল্যে বিতরণ করা হয়।প্রণোদনা উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লিগার সুলতানা। উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল হাছান, কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণচন্দ্র দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের কৃষকও কৃষাণী।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, শাহরাস্তিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের অবস্থার উন্নতির জন্য ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মূচির আওতায় খরিপ-১ মৌসুমে আউশ ধানের উফশী বীজ ব্যবহারের মাধ্যমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১হাজার ৩শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছেন।উক্ত প্রণোদনা কর্মসূচির আওতায় মোট উপকারভোগী কৃষক সংখ্যা ১৩শ জন। জমির পরিমাণ ১৩শ বিঘা। প্রতি কৃষক ১বিঘা জমির জন্য বীজ ও সার সহায়তা হিসাবে ডিএপি-১০ কেজি, এমওপি-১০ কেজি, উফশী আউশ ধান বীজ-০৫ কেজি করে পায়।