• ঢাকা
  • |
  • সোমবার ১১ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:০৩:৫২ (25-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১১ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:০৩:৫২ (25-Nov-2024)
  • - ৩৩° সে:

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সালমান খান

বিনোদন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। ২৯তম আন্তর্জাতিক চলচিত্র উৎসব ‍উপলক্ষ্যে নেতাজি সুভাস চন্দ্র বোস ইনডোর স্টেডিয়ামে জমকালো ওই উৎসবে অংশ নিতে তিনি মঙ্গলবার (৫ ডিসেম্বর)  কলকাতায় পৌছান।এবারের ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন সালমান। শুরুতেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ছবি উৎসবের সূচনা করেন দাবাং খান খ্যাত সালমান খান। এসময় তার পাশেই ছিলেন সোনাক্ষী সিনহা। খবর: হিন্দুস্তান টাইমসের।মঙ্গলবার মঞ্চে মমতার পাশে বসে এ অভিনেতা বলেন, ‘দিদিকে দেখে সত্যিই হিংসে হয়। কারণ দেখলাম, তিনি সত্যিই আমার থেকেও ছোট একটা বাড়িতে থাকেন।’এর আগে শুরুতেই মঞ্চে এসে, ‘কলকাতা কেমন আছ’ পরে ‘আমি তোমাকে ভালবাসি’-র মতো সংলাপ শুনে মিলনায়তনে করতালির বন্যা বয়ে যায়। এদিন রাতে নেতাজি ইনডোর স্টেডিয়ামে গোটা টলিউড এসেছিল একই ছাদের তলায়। বিশেষ অতিথির তালিকায় আরও ছিলেন সোনাক্ষী সিনহা, অনিল কাপুর, মহেশ ভাট, তিগমাংশু ধুলিয়া, শত্রঘ্ন সিনহা, পালেভ লুঙ্গিনসহ আরও অনেকে।বলিউড তারকাদের আতিথেয়তার দায়িত্বে ছিলেন- টালিউড নায়ক প্রসেনজিৎ। উৎসবে চমক হিসেবে ছিলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা ‘এই পৃথিবী একটাই দেশ’ শিরোনামের গান। এ গানে নৃত্য পরিবেশন করে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী।মমতা বন্দ্যোপাধ্যায় সালমানকে আবারো কলকাতায় আসার জন্য অনুরোধ করেন। এসময় সালমানও কথা দেন, তিনি আবার কলকাতায় আসবেন এবং শুটিং করবেন।