রামপালে সাংবাদিক তুহিনের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে সাংবাদিক তুহিন মোল্লার মেসার্স মোল্লা তাসনিম পোল্ট্রি এন্ড ফিস ফিড নামের ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটছে।২৮ ফেব্রুয়ারি বুধবার রাতের কোনো এক সময় সিধ কেটে অজ্ঞাতনামা চোরেরা নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ডকুমেন্টস নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক তুহিন মোল্লা রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রোমজাইপুর গ্রামের মোল্লা লিয়াকত হোসেনের ছেলে প্রেসক্লাব রামপাল এর সদস্য তুহিন মোল্লা। বাজারে তার একটি ব্যাবসা প্রতিষ্ঠান আছে।বুধবার রাতের কোনো এক সময় ফ্লোরের ইট খুলে সিঁধ কেটে অজ্ঞাত পরিচয়ের চোরেরা ঘরে ঢোকে। ওই সময় তারা নগদ ৩ হাজার ৩০০ টাকা, জমির একটি পিট দলিল, ৪টি এসএ পর্চা, ২টি প্রিন্ট পর্চা, জাতীয় পরিচয় পত্র, ২টি টালি খাতা, ১টি লেজার খাতা, ১টি ট্রেড লাইসেন্স, অন্যের স্বাক্ষরিত ৪টা ব্যাংক চেক ও ১০টি স্টাম্পসহ অতিব গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়। এতে তার বড় ধরনের ক্ষতির আশংকা করছেন তিনি।এ বিষয়ে রামপাল থানার এসআই পীযুষ কুমারের কাছে জানতে চাইলে তিনি জানান, লিখিত অভিযোগের কপি পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।