মধুপুরে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।৬ মার্চ বৃহস্পতিবার সকালে মধুপুর পৌর এলাকার মধুপুর প্রেসক্লাব রোডের দেবের চরা নামক স্থান থেকে রফিজ উদ্দিন (৫৫) নামের এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করে।স্থানীয়রা জানান, সকালে লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। রফিজ উদ্দিন (৫৫) আউশনারা ইউনিয়নের মোটের বাজার এলাকার মৃত জয়েন উদ্দিনের ছেলে।নিহতের মেয়ের জামাই আবু সাইদ সাংবাদিকদের জানান, তার শ্বশুরের সাথে বসে ইফতার করে। এর পর তার সাথে আর যোগাযোগ হয়নি।নিহতের শ্যালক হাসান আলী সাংবাদিকদের জানান, তার ভগ্নিপতি পেশায় একজন সিএনজি চালক। তার সাথে কারো কোনো বিরোধ ছিল না। কী কারণে তার মৃত্যু হলো তা বুঝতে পারছে না।মধুপুর থানার অফিসার্স ইনচার্জ এমরানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।