• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০২:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০২:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

মধ্যরাতে ট্রাকভর্তি ভারতীয় সিগারেটসহ আটক ২

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি থেকে বিশেষ কায়দায় পাচারের সময় আনুমানিক দেড়কোটি টাকামূল্যের অবৈধ সিগারেট আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শনিবার দিবাগত মধ্যরাতে রাঙামাটির মানিকছড়ি চেকপোস্ট দিয়ে যাওয়ার সময় ট্রাকভর্তি (চট্টমেট্রো-ড-১১-২৪-৩৩) জাম্বুরার গাড়ি চেক করার সময় ভেতরে ৩৫ বস্তাভর্তি অরিস সিলভার ও মন্ট সিগারেট পায় কর্তব্যরত যৌথবাহিনীর সদস্যরা।বড় ট্রাক ভর্তি করে পাহাড়ের জাম্বুরা নিয়ে যাওয়ার ছদ্মবেশে ট্রাকে জাম্বুরার নিচে বস্তায় এসকল সিগারেট চট্টগ্রামে পাচার করার চেষ্টা করেছিল চোরাকারবারি সিন্ডিকেট। এ সময় ট্রাকের চালক রোমান ও হেলপার মঞ্জুরুল আলমকে হাতে নাতে আটক করেছে পুলিশ।আটকের পরপরই রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদ, কোতয়ালী থানার ওসিসহ নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে যান।এখন পর্যন্ত রাঙামাটিতে এটাই সবচেয়ে বড় অবৈধ ভারতীয় সিগারেটের চালান আটক হয়েছে বলে জানা গেছে। এর আগে গত দুই মাসে একাধিক অভিযানে রাঙামাটিতেই প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় সিগারেট আটক করেছিল যৌথবাহিনীর সদস্যরা।আটক ট্রাক ড্রাইভার রোমান জানিয়েছেন, ট্রাকের মালিক জনৈক করিম কোম্পানী। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন রানীরহাটে। মিলন চাকমা নামের এক ব্যক্তি ১০ হাজার টাকায় ভাড়া করে কুতুকছড়ি এলাকা থেকে এ সকল সিগারেট ভেতরে রেখে চারিদিকে জাম্বুরা দিয়ে ঢেকে মৌসুমী ফল নিয়ে যাওয়ার ছদ্মবেশে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় সিগারেট পাচার করতে যাচ্ছিলো মিলন চাকমা।এদিকে সাম্প্রতিক সময়ে রাঙামাটির বরকল উপজেলা ও জুরাছড়ি উপজেলার সীমান্ত এলাকা দিয়ে কোটি কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য এনে রাঙামাটি হয়ে চট্টগ্রামে পাচার করছে সিন্ডিকেট চক্র। গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রচার হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর হয়ে উঠে। চোরাচালানি সিন্ডিকেট এখন নানান ছদ্মবেশে মৌসুমী ফলের গাড়ি, কুরিয়ার সার্ভিসের গাড়ি, সিএনজি অটোরিকশা, মোটর সাইকেলে করে বিভিন্ন কোম্পানীর ডিলারের মালামালের ছদ্মাবরণে ভারতীয় সিগারেট পাচার করে আসছে।এদিকে এই সিগারেট ব্যবসাকে কেন্দ্র করে রাঙামাটিতে ব্যাপকহারে বেড়েছে চাঁদাবাজি। বিভিন্ন রাজনৈতিকদলের নেতাকর্মীরা গাড়ি প্রতি কয়েক লাখ টাকা চাঁদা নিয়ে প্রত্যক্ষভাবে সাপোর্ট দিয়ে এসকল অবৈধ পাচারকারিদের নিরাপদে পাচারের সুযোগ করে দিচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।