চতুর্থবারের মতো আমেরিকার সিনেটর হলেন বাংলাদেশের এম. রহমান
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরগঞ্জের শেখ এম. রহমান (৬৩) টানা চতুর্থবারের মতো আমেরিকার সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন।জানা যায়, আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-ফাইভ থেকে তিনি ডেমোক্রেট দলের হয়ে বিপুল ভোটে বিজয়ী হন। এ বছর আমেরিকার নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী লিসা ব্যাবেজের চেয়ে ৭০ শতাংশ বেশি ভোট পেয়ে ৪র্থ বারের মতো নির্বাচিত হয়েছেন।তিনি প্রথম বাংলাদেশি আমেরিকান ও প্রথম মুসলিম হিসেবে জর্জিয়ায় সিনেটর নির্বাচিত হয়েছেন। তার এই বিজয়ে জর্জিয়ায় প্রবাসী বাংলাদেশি ও তাঁর জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুরের মানুষ আনন্দিত।কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের সন্তান তিনি। ১৯৮১ সালে আমেরিকার পথে প্রথম পাড়ি জমান। তিনি সেখানকার জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি মেজো। তার আপন ভাই শেখ মজিবুর রহমান ইকবাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক।পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রথমবারের মতো জর্জিয়া রাজ্যের সিনেটের হিসেবে নির্বাচিত হন। তিনিই জর্জিয়ার প্রথম মুসলিম ও প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত আইন প্রণেতা।তার এই বিজয়ে জন্মস্থান বাজিতপুরের সরারচরে মানুষের মধ্যে বিজয়োল্লাস লক্ষ করা যায়। এলাকার প্রতিটি স্থানে তার বিজয়ের আলাপ মানুষের মুখে মুখে।