• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:২৫:২১ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:২৫:২১ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

সিরাজুল আলম খানের মৃত্যুবার্ষিকীতে ফাতেহা পাঠ ও আলোচনা সভা

নোয়াখালী প্রতিনিধি: স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বাঙালি সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।৯ জুন রোববার  জেএসডি কেন্দ্রীয়, জেলা কমিটি, সিরাজুল আলম খান সেন্টারসহ বিভিন্ন সংগঠনে পক্ষে ফাতেহা পাঠ ও তাঁরকর্ম জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এর আগে জেএসডি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দলের সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টুর নেতৃত্বে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বেগমগঞ্জের আলিপুর গ্রামে পারিবারিক গোরস্থানে সিরাজুল আলম খানের কবর জিয়ারত করেন।এর পরে সিরাজুল আলম খানের ঐতিহাসিক কীর্তি  ও রাজনৈতিক দর্শন নিয়ে আলীপুর রাজ দরবার হলে এক আলোচনা সব অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম খোকন।আলোচনা সভায় বক্তব্য রাখেন মোশারেফ হোসেন মন্টু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জেএসডি, নুর রহমান, জেএসডি জেলা সাধারণ সম্পদক, জেএসডি উপদেষ্টা কমিটির সদস্য মোহাম্মদ শাহাব উদ্দিন, সোহাগ, সিনিয়র সাংবাদিক  নাসির উদ্দিন বাদল, নোয়াখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক, আবু নাসের মঞ্জু, প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পদক, আকবর হোসেন সিরাজুল আলম খান সেন্টার সম্বয়ক আবুল কালাম আজাদ (কাশ্মীর আজাদ), বীর মুক্তিযোদ্ধা নুর নবী মানিক প্রমুখ।