• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:২৮:১২ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:২৮:১২ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

ফরিদপুরে কলেজছাত্র অপূর্বের সূর্যমুখী চাষে সফলতা

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: জমিতে সারি সারি বড় বড় গাছ, গাছের মাথায় ঢালার মতো বড় বড় ফুলগুলো চেয়ে আছে সুর্যের দিকে। এ চিত্র ফরিদপুরের সালথা উপজেলায়। পড়াশোনার পাশাপাশি পরীক্ষামূলক সূর্যমুখী চাষে সফল হয়েছেন ফরিদপুর সরকারী কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র অপূর্ব বিশ্বাস।জানা যায়,  সফল এই কলেজ ছাত্র সালথা উপজেলার গট্টি ইউনিয়নের দরগাহ গট্টি গ্রামের  বাসিন্দা। বাড়ির পাশে অনাবাদি ১৩ শতক জমিতে পরীক্ষামূলকভাবে সুর্যমূখী ফুলের চাষ করেছেন তিনি।কলেজ ছাত্র অপূর্ব জানান, সূর্যমুখী চাষে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পূরণ হবে তেলের চাহিদা। সেই লক্ষে আমি নিজ উদ্যেগে বাড়ির পাশে পরীক্ষামূলক ৩শ’ থেকে ৪শ’ ফুলের চারা রোপন করেছি। তারপর লেখাপড়ার অবসর সময়ে চারাগুলোর পরিচর্যা করেছি। এতো বড় গাছ হবে কখনও ভাবতে পারিনি। বর্তমানে সুর্যমূখী ফুল অনেক সুন্দর হয়েছে। আগামী বছর বেশি করে ফুলের চাষ করবো ।ফরিদপুরের অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস জানান, বাড়ির পাশে যেসব জমি খালি পড়ে আছে, সেসব জমিতে অপূর্ব’র মতো সুর্যমূখী চাষ করলে সুন্দর হবে। যুবকরা অপূর্বর মতো এগিয়ে আসুক।