রাজধানীতে ছিন্নমূল মানুষদের মাসব্যাপী সেহেরি বিতরণ
নিজস্ব প্রতিনিধি: ঘড়ির কাটায় তখন রাত তিনটা। রাজধানীর পান্থপথ মোড় এলাকায় ছিন্নমূল মানুষেরা অধীর আগ্রহে অপেক্ষারত। এরমধ্যেই খাবারের প্যাকেট আর পানি নিয়ে হাজির একটি রিকশা।এভাবেই রোজার প্রথম দিন থেকে ঢাকার ফার্মগেট, কাওরানবাজার, পান্তপথ ও খামার বাড়ি মোড়ে ছিন্নমূল, ভাসমান ও দারিদ্র্য মানুষের মাঝে সেহেরি বিতরণ করছেন তেজগাঁও থানা আওয়ামী লীগ নেতা শাফি মোদ্দাসের খান জ্যোতি। প্রতিদিন এসব এলাকার ছিন্নমূল, ভাসমান ও দারিদ্র্য মানুষের মাঝে সেহেরি বিতরণ করছেন তিনি।রাজধানীর বিভিন্ন এলাকায় এসব মানুষের মাঝে অনেকে ইফতার বিতরণ করলেও সেহেরিতে ঠিকমতো খাবার পান না তারা। বিনামূল্যে সেহেরি বিতরণ কর্মসূচির ফলে অনেক ছিন্নমূল অনাহারী মানুষ ক্ষুধা তৃষ্ণায় অসহনীয় দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছে।রমজান মাসব্যাপী বিনামূল্যে সেহেরি বিতরণ কর্মসূচির দায়িত্বে থাকা আবুল হায়াত শুভ জানান, রাজধানীর অসহায়-ছিন্নমূল মানুষের কষ্টের কথা চিন্তা করে শাফি মোদ্দাসের খান জ্যোতি ভাই এই উদ্যোগ হাতে নিয়েছেন। রমজান মাসজুড়ে এই কার্যক্রম চলমান থাকবে।