• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩১ রাত ০২:৩৩:৩৯ (23-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩১ রাত ০২:৩৩:৩৯ (23-Dec-2024)
  • - ৩৩° সে:

নরসিংদীতে ইমপিরিয়াল কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি: নব যুগে নব সাজে এসো নবীন দূর করে গ্লানি, আলোক ছিনিয়ে আনি- এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদী ইমপিরিয়াল কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার পাঁচদোনায় ড্রিম হলিডে পার্কে কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাছিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম ও কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ জোবাঈর রাকিব। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন  নরসিংদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজ মিঞা।নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, ৩৬ জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে দেশ পেয়েছি, আমাদের এই দেশপ্রেম ধরে রাখতে হবে। মনে রাখতে হবে শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই শিক্ষার বিকল্প নেই। সবার লেখা পড়ার দিকে মনোযোগী হতে হবে। কারণ শিক্ষাই জাতীল মেরুদণ্ড।প্রথমে পবিত্র কুরআন থেকে কুরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারপর জাতীয় সংগীত পরিবেশন শেষে মানপত্র প্রদান করা হয়। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ ও সকলকে ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নাচে গানে মাতিয়ে তোলা হয়।