শিগগিরই মানুষের কাঁধে কাধ মিলিয়ে কাজ করবে পুলিশ: স্বরাষ্ট্রসচিব
পঞ্চগড় প্রতিনিধি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, শিগগিরই মানুষের সাথে কাঁধে কাধ মিলিয়ে কাজ করবে পুলিশ। পুলিশের ভয় কেটে যাবে, পুলিশ যাতে মানুষের সাথে, দেশের নাগরিকের বন্ধু হিসেবে কাজ করতে পারে সেই চেষ্টা করছে সরকার।২৫ জানুয়ারি শনিবার সকালে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের সৌন্দর্য বর্ধনের কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।নাসিমুল গনি বলেন, যেসব পুলিশ অন্যায় করেছে তাদের বিচার হচ্ছে। সেই সাথে পুলিশ বাহিনী পূণর্গঠণের কাজ চলছে। তবে একটু সময় লাগবে। কারণ, অন্যান্য দেশে এই ধরনের বিপ্লব ঘটলে কোনো বাহিনীই থাকতো না। কিন্তু আমাদের দেশের এরাতো দেশেরই সন্তান। তারা কোনো রকম বিপদে অন্যায় করেছে। তাদের অনেকের একের পর এক শাস্তি হচ্ছে।এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান, পঞ্চগড় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামির নেতা নাজিমউদ্দিন উপস্থিত ছিলেন।এর আগে ফিতা কেটে সৌন্দর্য বর্ধন কাজের ফলক উন্মোচন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।