সেই সময়ের প্রেম-বিরহের গল্প ‘ডাকপিয়ন’
বিনোদন প্রতিবেদক: এইএইচ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাকপিয়ন’। যার গল্প আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে সেই সময়ে, যখন যোগাযোগের মাধ্যম হিসাবে চিঠিই ছিল ভরসা।সেই সময়ের প্রেম-বিরহ এবং সমাজের নানাবিধ গল্পের এক দৃষ্টিনন্দন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাকপিয়ন’।সৈকত বর্দ্ধন সেতুর পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ডাকপিয়ন-এ অভিনয় করেছেন ফরহাদ হোসেন, ইয়াশাহাসান, পারুল আক্তার প্রমুখ।এর আগের সপ্তাহে ‘ভুলবুঝে’ শিরোনামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ডাকপিয়ন-এর একটি গান প্রকাশিত হয়েছে। যা নেট দুনিয়ায় ইতোমধ্যেই প্রশংসার জোয়ারে ভাসছে।অভিনয়ের পাশাপাশি ডাকপিয়ন-এর গল্প লিখেছেন ফরহাদ হোসেন। তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ডাকপিয়ন সম্পর্কে বলেন, আমারা চেষ্টা করেছি ভালো একটি গল্প মানুষের সামনে তুলে ধরতে। বর্তমানে ভিউয়ের জোয়ারে আমাদের নাটকের গল্প হারাতে বসেছে।