• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩১ ভোর ০৪:৫৬:২৭ (06-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩১ ভোর ০৪:৫৬:২৭ (06-Feb-2025)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ আটক ৬

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকে আটক করেছে পুলিশ।৪ ফেব্রুয়ারি মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটকরা হলেন- রাণীশংকৈল পৌর স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক আরথান আলী (৪০), সাবেক পৌর কাউন্সিলর মাইদুল হক (৪৪), পৌর যুবলীগ সদস্য এরিন জাবেদ জয় (২৪), ছাত্রলীগের সমর্থক নেকমরদ ইউনিয়নের ভবানীপুর (দেহনী) এলাকার আব্দুল কাদেরের আসাদুজ্জামান আসাদ (২৯), ভান্ডারা (দাসপাড়া) এলকার মো. করিমুলের ছেলে মেহেদী হাসান মুন্না (১৯), রানীশংকৈল পৌরসভার মুক্তা পাড়া এলাকার কামরুজ্জামানের ছেলেইফতিয়ার রহমান (১৯)।স্থানীয়রা জানান, আমরা তাদের আটকের কারণ জানতে চাইলে পুলিশ সেখানে থাকা লোকজনের উপর লাঠিচার্জ করেন।এসময় জাতীয় পাটির নেতা আব্দুল কুদ্দুশ, হোটেল ব্যবসায়ী মিন্টু মিয়া, সুমনসহ কয়েকজন আহত হন।এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনায় গত দুই দিন ধরে রাণীশংকৈল উপজেলার কয়েকটি এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিলেন কিছু আ.লীগের নেতাকর্মী ।একই সাথে এই সংক্রান্ত একটি ভিডিও 'বাংলাদেশ আওয়ামী লীগ'র ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হলে মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ পাঁচজনকে আটক করে।  এ বিষয়ে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ  আরশেদুল হক বলেন, রাতভর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়। বিস্ফোরক দ্রব্যাদি আইন ও  তৎসহ সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আটকের পর বুধবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।