চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গাছ ভেঙে ১ ঘন্টা যান চলাচল বন্ধ
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: টানা বৃষ্টিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গাছ ভেঙে পড়ে দুপাশের যান চলাচল ১ ঘন্টা বন্ধ ছিলো। ৬ আগস্ট রোববার সকাল ১১ টার দিকে উপজেলার কাটাখালি এলাকায় সড়কে একটি রেইন ট্রি গাছ ভেঙে পড়লে এ ঘটনা ঘটে। পরে বেলা পৌনে ১২ টার দিকে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ১ ঘন্টার চেষ্টায় সড়ক থেকে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, বেলা ১১ টার দিকে ভারী বৃষ্টিপাতের ফলে সড়কের পাশের একটি বড় রেইনট্রি গাছ হঠাৎ ভেঙে পড়লে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে গাছটি কেটে রাস্তা থেকে সরিয়ে দেই। ফলে যান চলাচল স্বাভাবিক হয়। গত ২ দিনে রাঙ্গুনিয়া অন্তত ৮ টি স্থানে সড়কে গাছ ভেঙে পড়ে যান চলাচল বিঘ্নিত হয়েছে। রাস্তার পাশের ঝুঁকিপূর্ণ গাছগুলো কেটে ফেললে এ অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়ানো সম্ভব।আবুল হোসেন নামের এক অটোরিক্সা চালক জানান- আমি উপজেলার চন্দ্রঘোনা লিচু বাগান থেকে জরুরী কাজে চট্টগ্রাম শহরে যাচ্ছিলাম। কিন্তু সড়কে যানজটের কারনে পথে আটকে ছিলাম ১ ঘন্টা। দেরি হয়ে যাওয়ায় এখন বাসায় ফিরে যাচ্ছি। উল্লেখ্য, শনিবার সকালে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া সীমান্ত এলাকায় রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে সড়কে গাছ পড়ে একটি সিএনজি চালিত অটো রিক্সার উপর। এতে আহত হয় চালক ও ১ যাত্রী।