• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:১৫:৩৩ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:১৫:৩৩ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

শিবচরে নির্মাণের ২ মাস না যেতেই সড়কে ধস

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে একটি পাকা সড়ক নির্মাণের দুই মাস যেতে না যেতেই বিভিন্ন স্থানে ধসে পড়েছে। শিবচর-নিলখী সড়কের শিরুয়াইল বাজার থেকে মন্নান হাজীর মোড় পর্যন্ত বিভিন্ন স্থানে এই ধস দেখা গেছে। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করায় গুরুত্বপূর্ণ এ সড়কটির এই স্থানগুলো ধসে গেছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, শিবচর উপজেলার শিবচর-নিলখী আঞ্চলিক সড়কের শিরুয়াইল বাজার থেকে বাগমারা বাজার হয়ে হাজী মন্নান হাজীর মোড় পর্যন্ত প্রায় ২ কি. মি. সড়কের বিভিন্ন জায়গা ধসে গেছে। সড়কের অনেক জায়গায় দুই পাশ দিয়ে ভেঙে ভেতরের ইটের খোয়া বের হয়ে গেছে। সড়কের পাশে মাটি সরে গিয়ে ঢালাই ভেঙ্গে গেছে। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছে বলে এলাকাবাসীরা জানান। এলাকাবাসী জানান, নিম্নমানের সামগ্রী ব্যবহারের  নির্মাণে মাত্র ২ মাসেই সড়কটি এই অবস্থা। সঠিকভাবে মানসম্মত সামগ্রী দিয়ে কাজ করলে এমন হতো না।স্থানীয় বাসিন্দা তারা মিয়া মল্লিক জানান, শিবচর থেকে শিরুয়াইল বাজার হয়ে নিলখী পর্যন্ত প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে। শিরুয়াইল থেকে নিলখী পর্যন্ত সড়কের দুইপাশ থেকে কিছু অংশ ধসে পড়েছে। রাতে অনেক সময় এ রাস্তা দিয়ে চলাচল করার সময় ছোট-বড় যানবাহনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। কর্তৃপক্ষের উচিত দ্রুত সমস্যা সমাধান করা। তা না হলে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সাধারণ মানুষের মধ্যে হতাশা কাজ করছে তারা ভাবছে দুই মাসের মধ্যে কীভাবে রাস্তার ধসে পড়ে।স্থানীয় ইউপি সদস্য ঠান্ডু মাদবর বলেন, নতুন সড়ক, কাজ শেষ  হলো মাত্র ২ মাস  হয়েছে। নির্মাণের ২ মাস যেতে না যেতেই এই সড়কটি ধসে পরেছে। বিষয়টি এলাকাবাসীসহ আমি কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আমাদের আশ্বাস দিয়েছেন সড়কটি দ্রুত মেরামত করে দিবে।উপজেলা প্রকৌশলী কে এম রেজাউল করিম জানান, চলতি অর্থবছরে শিবচর উপজেলার শিরুয়াইল বাজার থেকে মন্নান হাজীর মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কটি মাটি ভরাট, প্রশস্ত ও পিচ ঢালাইয়ের কাজ করা হয়। ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে চলতি বছরের আগস্টে সড়কটির কাজ শেষ হয়। তবে সড়কটি নির্মাণকালে দুইপাশে কিছু জায়গায় খাল ভরাট করতে হয়। পাশাপাশি প্রচুর বৃষ্টির কারণে কিছু স্থানে নড়বড়ে হয়ে গেছে। যেকারণে অল্প কিছু স্থানে কিছুটা ধসে গেছে। আমরা দু’এক দিনের মধ্যে ব্যবস্থা নিবো। আগের মত করে দিব।