• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০১:২৯:৪৩ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০১:২৯:৪৩ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

বাগেরহাটে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহার, দুদকের অভিযান

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদরে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শুভ এন্টারপ্রাইজের বিরুদ্ধে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক।১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বেমরতা ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে পোলঘাট থেকে আদর্শ গ্রাম পর্যন্ত ১ কিলোমিটার সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারে এ অভিযান পরিচালনা করা হয়।বাগেরহাট জেলা দুদকের উপ-পরিচালক মো. মোশারফ হোসেন, বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান জানান, সড়ক নির্মাণে খোয়াসহ নিম্নমানের বিভিন্ন উপকরণ ব্যবহারের অভিযোগ ওঠায়, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রেখে নতুন করে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। সড়কটি নির্মাণে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।বাগেরহাট জেলা দুদকের উপ-পরিচালক মো. মোশারফ হোসেন জানান, নির্মাণ কাজে ব্যবহৃত ইটের খোয়াসহ বিভিন্ন উপকরণের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনার গুণগত মান নিরূপণের জন্য বাগেরহাট সড়ক ও জনপদের ল্যাবে পাঠানো হবে। সেখান থেকে পাওয়া তথ্যের বিভিত্তে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।