• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৫:০০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৫:০১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

বামনায় ইউএনও’র উদ্যোগে সড়ক নির্মাণ

বামনা (বরগুনা) প্রতিনিধি: বুনিয়া আলিম মাদ্রাসায় যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘ দিন অবহেলায় পড়ে ছিল। অনেক মেম্বার ও চেয়ারম্যান এখান থেকে নির্বাচিত হলেও এলাকাবাসী ও শিক্ষার্থীদের জন্য কিছুই করেননি তারা। উপজেলার জনপ্রতিনিধিরাও কিছু করেনি।কিন্তু শিক্ষার্থী ও জনসাধারণ যাতায়াতের সুবিধার্থে বামনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল ইমরানের উদ্যোগে প্রায় এক কিলোমিটার রাস্তাটি নির্মাণ করা হয়েছে। এতে করে দুর্ভোগের হাত থেকে রক্ষা পেল শিক্ষার্থীসহ এলাকার সকল শ্রেণিপেশার মানুষ।প্রধান সড়ক থেকে মাদ্রাসার সংযোগ সড়ক পর্যন্ত রাস্তা কাচা থাকায় ওই মাদ্রাসার শিক্ষার্থী ও জনসাধারণের দীর্ঘ দিন ধরে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এমনকি মাদ্রাসার রাস্তাটি কাঁদা থাকার কারণে এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীদের কাঁদা পার হয়ে যাতায়াত করতে হতো।অবশেষে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে এই রাস্তাটি পাকা করলো উপজেলা প্রশাসন। সোমবার ২৮ অক্টোবর রাস্তাটি পাকা করণ শেষ হয়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জামাল হাওলাদার বলেন, রাস্তাটি কাঁচা থাকার কারণে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন রাস্তা হওয়ায় ভাল লাগছে।শিক্ষার্থী রাহাত মিয়া বলেন, আমাদের বর্ষা মৌসুমে কাঁদার মধ্যে দিয়ে মাদ্রাসায় আসতে হতো। এতে আমাদের অনেক কষ্ট হতো। আমরা সাইকেল নিয়েও রাস্তা দিয়ে আসতে পারতাম না। রাস্তাটি হওয়ায় আমরা অনেক খুশি।রাস্তা নির্মাণের ফলে দীর্ঘ দিনের ভোগান্তি থেকে মুক্তি মেলায় স্থানীয় জনসাধারণ আনন্দিত এবং বামনা উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এ রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের ব্যবসা বাণিজ্যসহ যাতায়াতের দীর্ঘ দিনের সমস্যার সমাধান হবে বলেও জানায় স্থানীয়রা।