• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৪৬:৪১ (06-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৪৬:৪১ (06-May-2025)
  • - ৩৩° সে:

দৃষ্টিনন্দন সড়ক বাতিতে আলোকিত হলো কালীগঞ্জ পৌরসভা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: আধুনিকতার ছোঁয়া পেল ঝিনাইদহের কালীগঞ্জ শহর। প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে শহরের প্রাণকেন্দ্র বাজার সড়কে দৃষ্টিনন্দন ডিভাইডারসহ লাগানো হয়েছে সড়ক বাতি।রাতের আলোর ঝলকানিতে মনোরম দৃশ্যে পাল্টে গেছে শহরের চিত্র। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে সুইচ টিপে ওই সড়ক বাতির উদ্বোধন করেন সাংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, পৌর নাগরিকদের সেবার মান বৃদ্ধিতে শহরের প্রধান সড়কে ডিভাইডার ও আধুনিক সড়ক বাতি লাগানো হয়েছে। এতে দিনে ও রাতে পৌরবাসী চলাচলে সুবিধা পাবে।মেয়র আরও বলেন, এমপি আনারের সহযোগিতার কালীগঞ্জ পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তরে কাজ করে যাবেন তিনি। অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকু সহ অন্য কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।