• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৯:২০:২৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৯:২০:২৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

গাজীপুরে সাংবাদিক পরিবারকে হত্যার হুমকি

গাজীপুর (মহানগর) প্রতিনিধি: পূর্ব শত্রুতার জেরে গাজীপুর মহানগরীর ৩২নং ওয়ার্ডের মৈরান এলাকার বাসিন্দা আনন্দ টেলিভিশনের সাংবাদিক আনিসুল ইসলাম ও তার পরিবারকে আদিল ও তার সহযোগীরা বোমা মেরে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয় গেছে।জানা যায়, মৈরান এলাকায় তিন কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে পৈত্রিক ভিটেমাটির উপর নির্মিত বসতবাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন আনন্দ টেলিভিশনের রিপোর্টার মো. আনিসুল ইসলাম।  জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে  আদিল ও তার সহযোগীরা আনিসুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বাড়িতে এসে হুমকি প্রদান করেন। এতে পরিবার নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানান তিনি এবং তার পরিবার।এ বিষয়ে নিরাপত্তা চেয়ে আনিসুল ইসলাম মহানগরীর গাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।ডায়েরিতে তিনি উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জেরে আদিব ও তার সহযোগীরা বোমা নিক্ষেপ করে বাড়িঘর উড়িয়ে দেবে বলে হুমকি দিয়েছে। একই সময় স্ত্রী-সন্তানদের কুপিয়ে হত্যার করার হুমকিও দেন আদিব। এ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক আনিসুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা।  আনিসুল ইসলাম বলেন, মৈরান এলাকার পৈত্রিকসূত্রে পাওয়া প্রায় ৯২ শতাংশ জায়গা ও পারিবারিক গোরস্থান (কবরস্থান) নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীর সাথে বিরোধ চলছে। এ নিয়ে প্রায় সময় প্রতিপক্ষরা (আদিব) আমি এবং আমার পরিবারকে কটূক্তি করে।এ বিষয়ে জানতে অভিযুক্ত আদিলের সাথে যোগাযোগ করতে একাধিক বার ফোন করে তাকে পাওয়া যায়নি।গাছা থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।