নওগাঁয় আলোচিত সুমন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় আলোচিত কলেজ ছাত্র সুমন হোসেন হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি বুলবুল হোসেনকে গ্রেফতার করছে পুলিশ। ২১ নভেম্বর বৃহস্পতিবার ভোরে ঢাকার গাজীপুরের কোনাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুর আড়াইটায় পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান জানান, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টায় নিজের ফেসবুকে আইডিতে লাইভে এসে সুমন দাবি করে বুলবুল হোসেনের কাছ থেকে সুদের ওপর ৭০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা বৃদ্ধি পেয়ে ১০ লাখ টাকা হয়। ওই টাকা সুমন মহাদেবপুর থেকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় রাস্তার মাঝখানে বুলবুল তার কিছু লোক দিয়ে সুমনকে ধাওয়া করে হত্যার পর উপজেলার নাপিত পুকুরা নামকস্থানে গাছে ঝুলিয়ে রাখে।তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে বুলবুলকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার ভোরে গাজীপুরের কোনাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তাদের খুঁজে বের করা হবে। উল্লেখ্য, সুমন হোসেন পত্নীতলা উপজেলার বিলছাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে। তিনি নজিপুর সরকারি কলেজের ডিগ্রি চতুর্থ বর্ষের ছাত্র। পড়াশুনার পাশাপাশি নজিপুর বাজারে কম্পিউটার ও ফটোকপির দোকান করে জীবিকা নির্বাহ করতো।