• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:১৭:০৬ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:১৭:০৬ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

ফকিরহাটে দলছুট মুখপোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে লোকালয়ে

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দলছুট একটি মুখপোড়া হনুমান। খাবারের সন্ধানে দলছুট হনুমানটি বাড়িঘর ও দোকান পাটে ঢুকে পড়তে দেখা গেছে। ২৯ সেপ্টেম্বর রোববার সকালে ক্ষুধায় কাতর হনুমানটিকে ফকিরহাট বাজারে একটি চা দোকানে ঢুকে খাবার চুরি করে নিয়ে খেতে দেখা গেছে।এদিকে হনুমান দেখতে উৎসুক জনতা ভিড় করেছেন। এ সময় অনেকে হনুমানটিকে বিস্কুট, কলা, পাউরুটি খেতে দেন। কেউ আবার হনুমাটির দৃষ্টি আকর্ষণের জন্য নানা অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। অনেকে মুঠোফোনে হনুমানের ছবি তোলেন ও ভিডিও ধারণ করেন। তবে কেউ কেউ কারণে-অকারণে প্রাণিটিকে লক্ষ্য করে ঢিলও ছুড়েছেন। সে সময় প্রাণের ভয়ে অন্য স্থানে ছুটে যায় হনুমানটি। কখনো আতঙ্কিত হয়ে হনুমানটি বাড়ির ছাদে আবার কখনো বাজারের দোকানের ছাদে উঠে পড়ছে।স্থানীয় কয়েকজন জানান, হুনুমানটি সপ্তাহখানের ধরে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। এটি একটি বিলুপ্তি প্রজাতির মুখপোড়া হনুমান। এ অঞ্চলে হনুমানের আবাসস্থল না থাকায় হনুমানটিকে ঘিরে জনমনে একধরনের আগ্রহ ও আতঙ্ক রয়েছে।ফকিরহাট প্রাণিসম্পদ কর্মকর্তা শেখ জাহিদুর রহমান বলেন, ‘হনুমানটি সম্ভবত যশোরের কেশবপুর থেকে এসেছে। খাদ্যের সন্ধানে কোনো পরিবহনের ছাদে অথবা কলা ভর্তি ট্রাকে উঠে আসতে পারে। হনুমানটিকে কেউ বিরক্ত না করে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।’