• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:০২:৩৭ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:০২:৩৭ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

নেছারাবাদে যৌথ অভিযানে ২৪৭ কেজি হরিণের মাংস উদ্ধার, গ্রেফতার ২

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৪৭ কেজি হরিণের মাংসসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে উপজেলার পূর্ব সোহাগদল গড়াইবাড়ী এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মৃত হাতেম আলির পরিত্যক্ত ঘর থেকে ৪৮ কেজি হরিণের মাংস এবং ওই রাতে উপজেলার সারেংকাঠী ইউনিয়নের পূর্ব গয়েসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কড়ফা বাজার সংলগ্ন খালে বাধা মাছের ট্রলার থেকে ১৯৯ কেজি ২০০ গ্রাম হরিণের মাংসসহ এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারা হলো- মো. আবু কালাম (৫০) ও মো. হারুন মোল্লা (৫৫)।পুলিশ সূত্রে জানা গেছে, ঐদিন রাতে উপজেলার পূর্ব গয়েশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালে ট্রলার যোগে হরিণের মাংস পাচারকালে এলাকাবাসী আবু কালাম ও হারুন মোল্লাকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাদের আটক করে থানা নিয়ে আসে।এ সময় ইঞ্জিন চালিত কাবাডি ট্রলারসহ হরিণের ১৩টি মাথা ও ১৯৯ কেজি হরিণ মাংস জব্দ করা হয়। এর পূর্বে উপজেলার সোহাগদল গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ৪৮ কেজি হরিণের মাংস জব্দ করেন।নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহিন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামীরা নেছারাবাদ হাসপাতালে চিকিৎসাধীন। জব্দ হরিণের মাংসের মধ্যে ৪৮ কেজি আদালতের অনুমতিক্রমে উপজেলা বন কর্মকর্তা মো. মোতালেব মিয়া ও সেনাবাহিনীর উপস্থিতিতে থানা কম্পাউন্ডে পুড়ে ধ্বংস করা হবে।বাকি ১৯৯ কেজি মাংস আদালতে প্রেরণ করা হবে। গ্রেফতার আবু কালাম মঠবাড়িয়ার তাফাল বাড়ি এলাকার মৃত আশ্রাব আলী সিকদারের এবং মো. হারুন মোল্লা বরগুনা জেলার পাথরঘাটা থানার গহরপুর গ্রামের মজিবুল হক মোল্লার ছেলে।