ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশের মানুষ আজ স্বাধীন: হাফিজ
দৌলতখান (ভোলা) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ হাফিজ বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ফ্যাসীবাদী হাসিনা সরকারের পতন হয়েছে। বাংলাদেশের মানুষ আজ মুক্ত স্বাধীন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে বিএনপি সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদে থাকে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও নিরাপদে আছেন।২১ আগস্ট বুধবার বিকাল ৫টায় ভোলার দৌলতখান বাজারের দক্ষিণ মাথায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জনসমুদ্রে তিনি এসব কথা বলেন।হাফিজ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। প্রয়োজনে পুলিশের সহায়তা নেবেন।এদিকে ভোলা ইলিশ লঞ্চঘাট থেকে দৌলতখানে পৌঁছালে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং ছাত্র জনতার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন হাফিজ ইব্রাহিম। এসময় ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখায় দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।এর আগে তিনি দুপুরে লঞ্চযোগে ঢাকা থেকে ভোলায় পৌঁছে দৌলতখানের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ঘুইংগার হাট, বাংলাবাজার ও মিয়ার হাটে পথসভায় বক্তব্য রাখেন। পরে তিনি দৌলতখানে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া, উপজেলা বিএনপির সম্পাদক সাজাহান সাজু, সাবেক সম্পাদক নাজিম উদ্দিন হাওলাদার, বিএনপি নেতা বশির আহমেদ, মাহবুব মোর্শেদ কুট্টি, জুয়েল মাহমুদ জুলু পৌর বিএনপির সভাপতি গোলাম আজম পলিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক জাকির হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক কাজী কামাল, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ, সাবেক ছাত্রদল সভাপতি জহিরুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।