• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৯:৩১:০৪ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৯:৩১:০৪ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

তথ্য ও প্রযুক্তি

চালু হলো দেশের প্রথম এআই চালিত আইইএলটিএস প্রস্তুতির সহায়ক প্ল্যাটফর্ম

১৩ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:৫৭:২৫

চালু হলো দেশের প্রথম এআই চালিত আইইএলটিএস প্রস্তুতির সহায়ক প্ল্যাটফর্ম

প্রযুক্তি ডেস্ক: আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি বেশ কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ। এ কারণে অনেক বাংলাদেশি পরীক্ষার্থী বেশ চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হন। এই সমস্যার সমাধানে দেশে যাত্রা শুরু করলো ব্যান্ডস্কোর৯। আইইএলটিএস প্রস্তুতির পুরো প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসতে ডিজাইন করা হয়েছে এই উদ্ভাবনী প্ল্যাটফর্ম।

১৩ জুলাই শনিবার দুপুরে গুলশান ১-এ আয়োজিত একটি ইভেন্টের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। ব্যান্ডস্কোর৯ শিক্ষার্থীদের আইইএলটিএস প্রস্তুতির জন্য বিস্তৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত সমাধান (তাৎক্ষণিক) দিবে, যার সাহায্যে পরীক্ষার্থীরা খুব সহজেই নিজেদের দুর্বলতা চিহ্নিত করে পরীক্ষায় তাদের সেরাটা দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দা এম্বেসি অব ফিলিপিন্সের ভাইস কনস্যুল লিন আর গুটিয়েরেজ, প্রাইমএশিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার শুভময় দত্ত, উদ্দীপন রেনেয়াবল এনার্জি লিমিটেড চেয়ারম্যান নাজির আলম এবং উদ্দীপন রেনেয়াবল এনার্জি লিমিটেড পরিচালকগণ এবং বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংকের এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিনিধিগণ।

ব্যান্ডস্কোর৯ এর প্রতিষ্ঠাতাদের পক্ষ থেকে কুতুব তালুকদার বলেন, বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক প্ল্যাটফর্মের অভাব রয়েছে। এমন বাস্তবতায় আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষার্থীদের ব্যান্ডস্কোর৯ এর মতো একটি উপযোগী প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল। উন্নত প্রযুক্তি এবং কাস্টমাইজড সমাধানের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জন্য ভালো প্রস্তুতি নিশ্চিত করবো। এই প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিশ্বের জন্য নিজেকে তৈরি করতে এবং দ্রুততর সময়ে সফলতা পেতে সহায়ক ভূমিকা রাখবে।

ব্যান্ডস্কোর৯ বর্তমানে বাংলাদেশ, কাজাখস্তান এবং কিরগিজস্তানের মতো দেশে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতে আরও দেশে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করার পরিকল্পনা আছে। শিক্ষার্থীরা ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমেই এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন। সাশ্রয়ী মূল্যে সহজেই ব্যবহার করা যাবে ব্যান্ডস্কোর৯। এই প্ল্যাটফর্ম তৈরিতে কারিগরি সহায়তা (সফটওয়্যার পার্টনার) প্রদান করেছে কাজ সফটওয়্যার লিমিটেড। এছাড়া, এই উদ্যোগ বাস্তবায়নে বিনিয়োগ (ইনভেস্টমেন্ট পার্টনার) করেছে উদ্দীপন রিনিউয়েবল এনার্জি লিমিটেড (ইউআরইএল)।

ব্যান্ডস্কোর৯- এ শিক্ষার্থীদের জন্য আছে পরীক্ষার উপযোগী ম্যাটেরিয়াল, যার সাহায্যে অনায়েসে নিজের শক্তি এবং দুর্বলতা শনাক্ত করা যাবে। এটি হাইব্রিড ক্লাসের মাধ্যমে ওয়ান-অন-ওয়ান মেন্টরশিপের সুযোগ তৈরি করে। এআই স্পিকিং টিচার সত্যিকারের পরীক্ষার পরিবেশ অনুকরণ করার পাশাপাশি নির্ভুল ফিডব্যাক প্রদান করে থাকে। এছাড়া, স্পিকিং ক্লাব শিক্ষার্থীদের জন্য রিয়েল-টাইমে কথোপকথনের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে তাদের সাবলীলতা (ফ্লুয়েন্সি) বৃদ্ধি করতে সাহায্য করে। আইইএলটিএস পরীক্ষায় ভালো করতে হলে দক্ষভাবে সময় ব্যবস্থাপনা করা গুরুত্বপূর্ণ। এই প্ল্যাটফর্ম পরীক্ষায় কীভাবে সঠিকভাবে সময় ব্যবস্থাপনা করা যাবে সে বিষয়ে কার্যকর দিকনির্দেশনা প্রদান করে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





একদিনেই বাংলাদেশে প্রবেশ করল ৫০০ রোহিঙ্গা
৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:২৪:৪৬


আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ জন দেশে ফিরেছেন
৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:০২:২৫