প্রযুক্তি ডেস্ক: উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। সেগমেন্টে সেরা ক্যামেরা ফোন ক্যামন ৩০এস এখন ২ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে সকল টেকনো আউটলেটে।
ফ্ল্যাগশিপ সনি ক্যামেরা সেন্সর, অ্যামোলেড কার্ভড ডিসপ্লে এবং আরও অনেক দুর্দান্ত ফিচার সহ ক্যামন ৩০এস ফোনটি ক্রেতারা এখন মাত্র ২৭,৯৯৯ টাকায় কিনতে পারবেন (আগের মূল্য ২৯,৯৯৯ টাকা)।
এই ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস সুপার স্টেবল মেইন ক্যামেরা, ফ্ল্যাগশিপ সনি আইএমএক্স৮৯৬ সুপার লাইট-সেনসিটিভ সেন্সর এবং সনি ১০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার মোড ফলে যেকোনো লাইটিং কন্ডিশনে ব্যবহারকারীরা তুলতে পারবেন ক্রিস্টাল-ক্লিয়ার ছবি। এছাড়া, ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে তোলা যাবে নিখুঁত ও প্রাণবন্ত সেলফি। এছাড়া এই স্মার্টফোনে এআইজিসি পোর্ট্রেট, এআই ইরেজার এবং এআই-চালিত ইউনিভার্সাল টোন পোর্ট্রেট ইঞ্জিনের মতো বেশ কিছু এআই ফিচার রয়েছে।
১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ১৩০০-নিট পিক ব্রাইটনেস (উজ্জ্বলতা) সহ ৬.৭৮” এফএইচডি+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে নিশ্চিত করে দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাশাপাশি ডেইলি ইউজে সুপার স্মুথ অভিজ্ঞতা প্রদান করবে। দীর্ঘ সময় স্থায়িত্ব নিশ্চিত করতে টেকনো ক্যামন ৩০এস ফোনের ডিসপ্লে ৫ম প্রজন্মের কর্নিং ® গরিলা ® গ্লাস দ্বারা সুরক্ষিত। সিকিউরিটি সেকশনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। চোখের সুরক্ষা নিশ্চিত করতে এই ফোনের ডিসপ্লেতে রয়েছে টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন সহ ব্লু লাইট প্রোটেকশন ফিচার।চ এছাড়া প্রিমিয়াম সাউন্ড অভিজ্ঞতা দিতে এই ফোনে থাকছে ডলবি অ্যাটমস ডুয়াল স্টেরিও স্পিকার।
শক্তিশালী পারফরম্যান্সের জন্য ক্যামন ৩০এস ফোনে আছে লেটেস্ট হেলিও জি১০০ প্রসেসর। আরও রয়েছে ২৫৬জিবি রম, ১৬জিবি র্যাম (৮জিবি জিবি + ৮জিবি এক্সটেন্ডেড)। এছাড়া আইপি৫৪ রেটিং যা পানির ছিটা ও ধুলো থেকে রক্ষা করবে ফোনকে । প্রিমিয়াম ডিজাইন, সেগমেন্টে সেরা ক্যামেরা, পারফরম্যান্সের এক চমৎকার কম্বিনেশন এই ডিভাইস।
৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জার ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী ও নিরবচ্ছিন্ন ব্যাটারি লাইফ।
দুর্দান্ত সকল ফিচারের কম্বিনেশনে আগের থেকে ২ হাজার টাকা কমে মাত্র ২৭,৯৯৯ টাকায় ক্যামন ৩০এস ফোনটি পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ সকল আউটলেটে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available