প্রযুক্তি ডেস্ক: ‘ব্ল্যাক ফ্রাইডে’র পর এবার ‘সাইবার মানডে’ উপলক্ষে ওয়েবসাইট হোস্টিংয়ের ওপর বিশাল ছাড় দিয়েছে দেশীয় টেক প্রতিষ্ঠান লিমডা হোস্ট। দিনটি উপলক্ষে ১০ দিনব্যাপী অফার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের ওয়েবসাইট থেকে নিজের প্রয়োজন মতো প্যাকেজ কিনে লুফে নিতে পারেন ৬০ শতাংশ পর্যন্ত নগদ মূল্য ছাড়।
বিশ্বব্যাপী কেনাকাটার জন্য ক্রেতাদের কাছে ‘ব্ল্যাক ফ্রাইডে সেল’ বহুল আকাঙ্ক্ষিত। তবে অনলাইনে কেনাকাটাকারীদের জন্য, বিশেষ করে প্রযুক্তিপ্রেমীদের কাছে আরও একটি প্রতীক্ষিত দিন হলো ‘সাইবার মানডে’। ব্ল্যাক ফ্রাইডের মতো এই দিনটি উপলক্ষেও বিভিন্ন পণ্যে বিশাল ছাড় দিয়ে থাকে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো। মূলত ব্ল্যাক ফ্রাইডের ঠিক পরের সোমবারকেই ‘সাইবার মানডে’ বলা হয়। ২০০৫ সাল থেকে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো এই দিনটি উদযাপন করে আসছেন। সেই ধারায় যুক্ত হয়ে এবার দেশের গ্রাহকদের জন্য বিশাল এই ছাড় দিয়েছে লিমডা হোস্ট।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা জুনাইদ মিয়াজী জানান, আমরা সম্প্রতি ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে অফার দিয়েছিলাম। অনেকেই পরে জানিয়েছেন, তারা সেই অফার মিস করেছেন। বিশেষ করে তাদের জন্যই আবার আমরা আকর্ষণীয় একটি অফার নিয়ে এলাম। আর সাইবার মানডে প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের জন্য বহুল প্রতীক্ষিত একটি দিন। আমরা চাই, উন্নত বিশ্বের গ্রাহকদের মতো দেশীয় গ্রাহকরাও সেই সুযোগটা পাক।
সাধারণ প্যাকেজে ‘গো’, ‘স্টার্টার’, ‘মিডিয়াম’ এবং ‘অ্যাডভান্স’ নামে বিভিন্ন ওয়েব হোস্টিং প্যাকেজে আকর্ষণীয় অফার দিচ্ছে লিমডা হোস্ট। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ১৪৪০ টাকা বাৎসরিক ‘গো’ প্যাকেজটিতে ৩০ শতাংশ ছাড় দিয়ে অফার প্রাইস ধরা হয়েছে, ১০০৮ টাকা। প্যাকেজটিতে ১ জিবি এসএসডি স্টোরেজ সুবিধায় থাকছে ১০০ জিবি পর্যন্ত ট্রাফিক সুবিধা। সিংগেল ওয়েবসাইটের এই প্যাকেজে পাওয়া যাবে ১০টি ইমেইল ব্যবহারের সুযোগও।
৬০ শতাংশ ছাড় থাকছে ‘অ্যাডভান্স’ প্যাকেজটিতে। যেখানে বাৎসরিক ৯ হাজার ৯০০ টাকার প্যাকেজটি অফার প্রাইসে মিলবে ৩ হাজার ৯৬০ টাকায়। এই প্যাকেজে ২০ জিবি এসএসডি সুবিধায় পাওয়া যাবে ১ টেরাবাইট ট্রাফিক সুবিধা। ৩ জিবি ফিজিক্যাল মেমোরির সঙ্গে থাকবে ৩ জিবি সিপিইউ সুবিধাও। আর ১০টি ওয়েবসাইট হোস্টিং সুবিধায় থাকছে ১০০টি পর্যন্ত ইমেইল ব্যবহারের সুযোগও।
এছাড়া টার্বো হোস্টিং, ভিপিএস হোস্টিং কিংবা ডেডিকেটেড সার্ভারেও রয়েছে বিভিন্ন শ্রেণির ওয়েবসাইটের জন্য ভিন্ন ভিন্ন প্যাকেজ। যে কেউ তার প্রয়োজন মাফিক এসব প্যাকেজ সিলেক্ট করে আকর্ষণী মূল্য ছাড় পেতে পারেন।
তিনি জানান, লিমডা হোস্টের ওয়েবসাইট (https://limda.net/cyber-monday.php) থেকে নিজের প্রয়োজন অনুযায়ী প্যাকেজ সিলেক্ট করে বিকাশ, নগদ, রকেট সহ মাস্টার এবং ভিসা কার্ডের মতো প্রায় সকল লোকাল পেমেন্ট প্রসেসরের মাধ্যমে অনলাইনেই পেমেন্ট করা যাবে। এই সুবিধা পাওয়া যাবে ১২ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available