প্রযুক্তি ডেস্ক: তরুণ ক্রিয়েটিভ ডিজাইনার, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে অনুষ্ঠিত হলো ইন্টার্ন একাডেমির আয়োজনে ‘ইন্টার্ন একাডেমি ভিশনারি সামিট ২০২৪’। ৭ ডিসেম্বর রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ সামিট অনুষ্ঠিত হয়।
সামিটে মূল্যবান আলোচনা করেন কন্টেন্ট কিং ফাউন্ডার মোহাম্মাদ ইকরাম, ব্লাকবোর্ড স্ট্যাটিজির (এশিয়াটিক ৩৬০) সিনিয়র ক্রিয়েটিভ ডিরেক্টর নজরুল ইসলাম, ইন্টার্ন একাডেমির ফাউন্ডার সাব্বীর আহম্মেদ, নগদের (Ai) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ক্রিয়েটিভ লিড আব্দুর রউফ (রাজু), ফ্রিলান্সিং মার্কেট প্লেস ফাইভার- আপওয়ার্ক এর টপ সেলার মুজতাহিদুল ইসলাম এবং রাসেল রানা।
ইন্টার্ন একাডেমির ফাউন্ডার বলেন, এই সামিট শুধু একটি অনুষ্ঠান নয়, বরং নতুন সম্ভাবনা তৈরির সূচনা। আয়োজনের প্রধান লক্ষ্য ছিল তরুণদের নতুন উদ্ভাবন ও চিন্তাধারার বিকাশ ঘটানো এবং তাদের হাতে সঠিক দিকনির্দেশনার রশি তুলে দেওয়া।
কনটেন্ট কিং ফাউন্ডার তার আলোচনাতে, সোশ্যাল মিডিয়াকে শুধুমাত্র আড্ডার কিংবা সময় নষ্ট করার কাজে ব্যবহার না করে ক্যারিয়ারের জন্য কীভাবে ব্যবহার করা যায়, তার গাইডলাইন প্রদান করেন।
সামিটের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন সেশনে উপস্থিত ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সঠিক ডিজাইন রোডম্যাপ এবং ডিজাইন হ্যাক্স। আলোচনা সেশনে অংশ নেন দেশের শীর্ষ কন্টেন্ট কিং, ক্রিয়েটিভ ডিরেক্টর, Ai এ আই আর্টিস্ট ও টপ রেটেড ফ্রিলান্সাররা। তারা তরুণদের ভবিষ্যৎ পেশা নির্বাচন, উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
তাছাড়া, সামিটে অনুষ্ঠিত হয় বিভিন্ন ইন্ডাস্ট্রি-ফোকাসড কর্মশালা। অংশগ্রহণকারীরা কন্টেন্ট, স্টোরি টেলিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি (Ai) এবং ফ্রিলান্সিং এ ডিজাইনার হিসেবে পেমেন্ট স্কেলআপ করার কার্যকরী কৌশল শেখার সুযোগ পান।
কীভাবে AI প্রযুক্তি বিভিন্ন শিল্প খাতে বিপ্লব আনছে এবং তরুণদের এই খাতে নিজেকে প্রস্তুত করতে হবে, তা নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ নিয়েছেন তরুণ এ ডিজাইনাররা।
ইন্টার্ন একাডেমির দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে সামিট। কন্টেন্ট কিং, প্রাচীন শপ, ডাইনা হোস্ট, সুরমা ভ্যালি টি, ইন্টার্ন উইথ সাব্বীর, ডিজাইনারর্স অফ কুমিল্লা পুরো আয়োজনে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে এ আয়োজনকে সহযোগীতা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available