• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে পৌষ ১৪৩১ ভোর ০৫:২৫:০৯ (10-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে পৌষ ১৪৩১ ভোর ০৫:২৫:০৯ (10-Jan-2025)
  • - ৩৩° সে:

তথ্য ও প্রযুক্তি

জিপির ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’ অফার

৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৩২

জিপির ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’ অফার

জনপ্রিয় ফুড আউটলেট খানা’স-এর সাথে ফ্ল্যাগশিপ উইকেন্ড অফার ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’ নিয়ে এলো গ্রামীণফোন। জিপিস্টার গ্রাহকদের জন্য ফ্রাইডে’কে আরও স্পেশাল করে তুলতে এই অফার এনেছে অপারেটরটি। ফ্ল্যাগশিপ এই ক্যাম্পেইনের আওতায় উইকেন্ডের বিশেষ অফারে খানা’স-এর অনন্য সব আইটেম উপভোগ করতে পারবেন জিপিস্টার গ্রাহকরা।

আগামী ১০ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হচ্ছে অফারটি। গ্রামীণফোনের অ্যাক্টিং হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশনস মো: ইফতেখার আলম এবং খানা’স-এর চেয়ারম্যান এহসান আহমেদের উপস্থিতিতে এই পার্টনারশিপের ঘোষণা করা হয়। গ্রাহকদের অনন্য অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে গৃহীত এই পার্টনারশিপ নিয়ে উভয়েই তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। জিপিস্টার গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গ্রামীণফোনের একটি বিশেষ উদ্যোগ ফ্যান্টাস্টিক ফ্রাইডে। এর মাধ্যমে গ্রাহকদের ছুটির দিনগুলোকে আনন্দময় করে তুলতে বিভিন্ন লাইফস্টাইল বেনিফিট প্রদান করা হয়।

এই ক্যাম্পেইনটির আওতায় শুক্রবার খানা’স-এর যেকোনো আউটলেটে প্রথম ২৫ জন জিপিস্টার গ্রাহক বিনামূল্যে উপভোগ করতে পারবেন একটি বিফ বা চিকেন চেডার বার্গার এবং হট ফ্রাইস। পাশাপাশি দিনব্যাপী তাদের যে কোন মেনুতে জিপিস্টার গ্রাহকরা পাবেন ১৫ শতাংশ ছাড়। অফারটি গ্রহণ করতে খানা’স-এর যেকোনো আউটলেটে গিয়ে কিউআর কোড স্ক্যান করতে অথবা "FF" লিখে ২৯০০০ নাম্বারে পাঠানোর পর ফিরতি মেসেজটি কাউন্টারে দেখাতে হবে।

গ্রামীণফোনের ব্র্যান্ড ও মার্কেট কমিউনিকেশন’র অ্যাক্টিং হেড মো: ইফতেখার আলম বলেন, ‘গ্রাহকদের জন্য আনন্দময় ও স্মরণীয় মুহূর্ত উপহার দিতে আমাদের সংকল্পের প্রতিফলন হচ্ছে ফ্যান্টাস্টিক ফ্রাইডে। খানা’স-এর সাথে পার্টনারশিপ আমাদের ক্যাম্পেইনে বিশেষ মাত্রা যোগ করবে।’

খানা’স-এর ম্যানেজিং ডিরেক্টর মো: শাহীন মাহমুদ বলেন, ‘এটি খানা’স-এর প্রথম ব্র্যান্ড পার্টনারশিপ। আমাদের উভয়ের গ্রাহক সন্তুষ্টির জন্য গ্রামীণফোনের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। এই পার্টনারশিপ জিপিস্টার গ্রাহকদের মধ্যে সারা ফেলবে বলে আমাদের বিশ্বাস।’

ফ্যান্টাস্টিক ফ্রাইডে ক্যাম্পেইনটি ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। অফারটি ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লার ১৬টি খানা’স-এর আউটলেটে পাওয়া যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জিপির ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’ অফার
৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৩২








সিদ্ধিরগঞ্জে গাড়ি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার
৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪৮:৪৭