• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে মাঘ ১৪৩১ দুপুর ০১:০৩:০০ (04-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে মাঘ ১৪৩১ দুপুর ০১:০৩:০০ (04-Feb-2025)
  • - ৩৩° সে:

তথ্য ও প্রযুক্তি

‘মিলিয়ন ডলার কনটেন্ট হ্যাকস’ বইয়ের মোড়ক উন্মোচন

৪ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:৩৮:১১

‘মিলিয়ন ডলার কনটেন্ট হ্যাকস’ বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো লেখক মো. ইকরামের নতুন প্রকাশিত বই ”মিলিয়ন ডলার কনটেন্ট হ্যাকস” এর মোড়ক উন্মোচন প্রোগ্রাম।

৩ ফেব্রুয়ারি সোমবার প্রায় ২০০ অনলাইন উদ্যোক্তার উপস্থিতিতে কেক কেটে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্পনারের সিইও নজর-ই-জিলানী, মার্কেটিং কনসালটেন্ট ও লেখক প্রলয় হাসান,  স্টোরেক্স এর ফাউন্ডার মো. রুবেল মাহমুদ, ইন্টার্ন অ্যাকাডেমির ফাউন্ডার সাব্বির আহমেদ, শব্দাবলী প্রকাশনীর চেয়ারম্যান রায়হানা সুলতানা।

নজর-ই-জিলানী বলেন, ‘কনটেন্ট ইজ কিং’ – এই বিখ্যাত উক্তিটি প্রথম ব্যবহার করেছিলেন বিল গেটস ১৯৯৬ সালে। আজকের ডিজিটাল মার্কেটিং, এসইও এবং অনলাইন বিজনেসের জগতে এটি কতটা সত্যি, তা প্রত্যেকেই উপলব্ধি করতে পারছেন। বিজনেসের কিং হতে গেলে কনটেন্টকে কীভাবে ব্যবহার করতে হবে, সেটি নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন কনটেন্ট কিংয়ের ফাউন্ডার মো. ইকরাম। তার অভিজ্ঞতার আলোকে লেখা “মিলিয়ন ডলার কনটেন্ট হ্যাকস” বইটি কনটেন্ট নিয়ে কাজ শিখতে খুবই সহায়ক একটি বই হিসেবে সকলের ব্যক্তিগত লাইব্রেরিতে জায়গা করে নেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বইয়ের লেখক মো.  ইকরাম বলেন, যদি আপনি কনটেন্ট মার্কেটিংয়ে সত্যিই পারদর্শী হতে চান, যদি চান যে আপনার কনটেন্ট লাখো মানুষের কাছে পৌঁছে যাক, তাহলে ‘মিলিয়ন ডলার কনটেন্ট হ্যাকস’ বইটি হতে পারে আপনার সবচাইতে বড় মেন্টর। 
লেখক বইটিতে কেবল তত্ত্ব নয়, বাস্তব উদাহরণ আর হ্যাকস দিয়ে দেখিয়েছেন– যা প্রয়োগ করে কনটেন্ট তৈরি করলে সেটাই গড়ে দিতে পারে মিলিয়ন ডলার ভ্যালুর বিজনেস ব্র্যান্ড।

শব্দাবলি প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি পাওয়া যাচ্ছে বইসদাই, রকমারিসহ সকল অনলাইন প্লাটফর্মে। বইমেলাতে বইটি পাওয়া যাবে ৩৭৭, ৩৭৮, ৩৭৯  নং স্টলে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেই ম্যাজিস্ট্রেট তাপসী বিচার শুরু
৪ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৩৬:৫৭

শুধু প্রেম করতেই ভুয়া এনএসআই সেজেছিলেন যুবক
৪ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:২৪:১৪






লক্ষ্মীপুরে ডোবায় মিলল ব্যবসায়ীর মরদেহ
৪ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:০০:০৬