• ঢাকা
  • |
  • বুধবার ১১ই চৈত্র ১৪৩১ রাত ১২:৪২:০৭ (26-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১১ই চৈত্র ১৪৩১ রাত ১২:৪২:০৭ (26-Mar-2025)
  • - ৩৩° সে:

তথ্য ও প্রযুক্তি

রাজশাহীতে ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ

২৩ মার্চ ২০২৫ রাত ০৯:০০:৩৫

রাজশাহীতে ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নিজেদের কার্যক্রমের সম্প্রসারণ করল ইলেকট্রিক মোটরসাইকেল ও স্কুটারের অন্যতম বৈশ্বিক ব্র্যান্ড রিভো। আজ শুক্রবার নগরীর বোয়ালিয়া এলাকায় নতুন শোরুম চালুর মাধ্যমে এই এলাকায় পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী পরিবহনের সম্প্রসারণ শুরু করলো রিভো বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশের আরও বিস্তৃত জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দিতে  নিজেদের অঙ্গীকার বাস্তবায়নের আরো এক ধাপ এগিয়ে গেল রিভো।

বোয়ালিয়ার উপর ভদ্রা এলাকায় রিভোর এই শোরুমটি পরিচালনা করবে এসআর বেঙ্গল। নতুন এই শাখার মাধ্যমে রাজশাহী ও আশপাশের অঞ্চলের গ্রাহকরা রিভোর অত্যাধুনিক ইলেকট্রিক বাইক ও স্কুটারগুলো সরাসরি দেখতে ও কিনতে পারবেন। শাখাটিতে রিভোর সাম্প্রতিক সময়ে বাজারে নিয়ে আসা রিভো এ১০ ও এ১২ মডেল দুটিও পাওয়া যাবে।

রিভো এ১০ নগর জীবনের জন্য উপযোগী এই মডেলটি ৭৯,৯০০ টাকা মূল্যে পাওয়া যাবে। এতে সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার চার্জে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

অন্যদিকে রিভো এ১২ অফিসগামী ও দীর্ঘ দূরত্বের যাত্রীদের জন্য উপযোগী। এই মডেলটি ৯৯,৯০০ টাকা মূল্যে পাওয়া যাবে। এতে রয়েছে ১০০০ ওয়াটের মোটর, যা একবার চার্জে ৭৫ থেকে ৮৫ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম।

শুধু বাইক বিক্রিই নয়, নতুন এই শাখা থেকে গ্রাহকরা রক্ষণাবেক্ষণ সেবা ও আসল স্পেয়ার পার্টস-এর সুবিধাও পাবেন, যা গ্রাহকদের জন্য একটি নিরবচ্ছিন্ন ও ঝামেলামুক্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে।

নতুন শাখা চালুর বিষয়ে রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভ্যান নি  বলেন, "বাংলাদেশে পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে আমরা কাজ করছি। আমাদের লক্ষ্য হলো ইলেকট্রিক যানবাহনকে সবার কাছে সহজলভ্য ও আকর্ষণীয় করে তোলা। রাজশাহীতে নতুন শোরুম চালুর মাধ্যমে আমরা সেই লক্ষ্য অর্জনের আরও এক ধাপ এগিয়ে গেলাম। আমরা রাজশাহীর গ্রাহকদের সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পরিবহনের সেরা অভিজ্ঞতা দিতে প্রস্তুত।

রাজশাহীতে রিভো বাংলাদেশের কার্যক্রম বিস্তারের মাধ্যমে প্রতিষ্ঠানটি টেকসই ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থাকে আরও উৎসাহিত করছে। পেট্রোল চালিত মোটরসাইকেলের তুলনায় রিভোর ইলেকট্রিক বাইক ও স্কুটার চালানোর খরচ অনেক কম, যা দৈনন্দিন যাতায়াতের জন্য আরও সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব সমাধান প্রদান করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ