• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই মাঘ ১৪৩১ ভোর ০৪:০৪:০১ (29-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৫ই মাঘ ১৪৩১ ভোর ০৪:০৪:০১ (29-Jan-2025)
  • - ৩৩° সে:

ট্যুরিজম

ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ

৯ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৩৪:০২

ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর উদযাপনে টানা ছয় দিনের লম্বা ছুটিতে যাচ্ছে দেশ। টানা ছুটিতে ভ্রমণ পিপাসুরা সমুদ্র সৈকতে ছুটে যান। এবার ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত সমুদ্র সৈকত কক্সবাজার। 

ইতোমধ্যে কক্সবাজারের অধিকাংশ হোটেল-মোটেলে আগাম বুকিং শুরু হয়ে গেছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর থাকবে সমুদ্র সৈকত কক্সবাজার। 

এছাড়া সমুদ্র সৈকতের স্মার্ট নিরাপত্তা জোরদার করতে ট্যুরিস্ট পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। বিচে পর্যটকরা যেন সরাসরি পুলিশের সেবা পেতে পারে, সেজন্য ইন্টারকম লাগানো হয়েছে। পাশাপাশি ইমারজেন্সি প্রেস বাটন লাগানো হয়েছে। বাটনে চাপ দেওয়ার সাথে সাথে বেল বেজে উঠবে এবং আওয়াজ শুনার সাথে সাথে টুরিস্ট পুলিশ টিম হাজির হবে। এবার ঈদে কক্সবাজারে আসা পর্যটকরা এমন নিরাপত্তা সেবা উপভোগ করতে পারবেন। 

চুরি, ছিনতাই , হারিয়ে যাওয়া জিনিসপত্রসহ একাধিক বিষয়ে সেবা নিশ্চিত করা যাবে পুলিশের এই ব্যতিক্রম উদ্যোগ। ট্যুরিস্ট পুলিশের এমন উদ্যেগকে স্বাগত জানিয়েছে ভ্রমন প্রেমী নেটিজেনরা। 

বিগত সময়ে এমন উদ্যেগগুলো না থাকায় কক্সবাজার সমুদ্র সৈকতে হরেক রকম চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছে। যার মধ্যে ছিল পর্যটকের গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি, ছিনতাই নারীদের হয়রানিসহ একাধিক ঘটনা। 

এবিষয়ে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ (কক্সবাজার রিজিয়ন) বলেন, সমুদ্র সৈকতের সকল ধরনের নিরাপত্তা জোরদার করতে সবসময় বদ্ধপরিকর। সৈকতে কেউ নাশকতা করলে ইমার্জেন্সি কল সেন্টার থেকে সরাসরি সেবা উপভোগ করতে পারবে। নির্দিষ্ট স্থানে দেওয়া বাটনে ক্লিক করলেই মুহূর্তের মধ্যেই পাওয়া যাবে পর্যটন সেবা। ধাপে ধাপে পর্যটকদের জন্য সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। পুরো সমুদ্র সৈকতকে নিরাপত্তার চাদরে ঢেলে সাজানো হবে বলে জানান এই কর্মকর্তা। 

ট্যুরিস্ট পুলিশ সবসময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাগ্রে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।ইন্টারকম সংযুক্ত ডিজিটাল নিরাপত্তার আওতায় কক্সবাজার সমুদ্র সৈকতের ইমার্জেন্সি সিকিউরিটি বক্স উদ্বোধন করেন কক্সবাজার রিজিয়ন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। 

শুধু তাই নয়, সাদা পোশাকধারী নারী পুরুষ মিলে একাধিক ট্যুরিস্ট পুলিশের গোয়েন্দা টিমের টহল জোরদার করা হবে। পাশাপাশি দিনের বেলায় ড্রোন ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাংলাদেশে বিনিয়োগের ঘোষণা আমিরাতের
২৮ জানুয়ারী ২০২৫ রাত ০৮:৪৭:১৮

জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা
২৮ জানুয়ারী ২০২৫ রাত ০৮:৩৪:২৬





কুষ্টিয়ায় রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা
২৮ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬:৪২

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বুমরাহ
২৮ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৩৩:৩৯