• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে পৌষ ১৪৩১ রাত ০২:২১:৫৪ (03-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে পৌষ ১৪৩১ রাত ০২:২১:৫৪ (03-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কক্সবাজার হোটেল জোনের রেস্তোরাঁয় অভিযান, মালিকদের পলায়ন

৬ মার্চ ২০২৪ দুপুর ০২:২৭:০৮

কক্সবাজার হোটেল জোনের রেস্তোরাঁয় অভিযান, মালিকদের পলায়ন

কক্সবাজার প্রতিনিধি: অগ্নিনির্বাপণ ব্যবস্থায় নানান ত্রুটি এবং ভোক্তা অধিকার আইন অমান্য করার দায়ে কক্সবাজারের সাতটি রেস্তোরাঁকে দুই লাখ ৮১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

৫ মার্চ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনে এ অভিযান চালানো হয়। আবাসিক হোটেলে গড়ে উঠা এসব রেস্তোরাঁয় অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

এ সময় অভিযানের খবর পেয়ে অনেক প্রতিষ্ঠানের মালিক পালিয়ে গেলেও অভিজাত হোটেল লং এর রেস্তোরাঁকে এক লাখ, হোটেল সী প্যালেসকে ৫০ হাজার, হোটেল কল্লোলকে ৫০ হাজার, হোটেল মিডিয়াকে ১০ হাজার, কাচ্চি ডাইন রেস্তোরাঁকে ২০ হাজার এবং হোটেল মিডিয়ার রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।  

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম বলেন, "কক্সবাজার হোটেল ও রেস্টুরেন্টের ভবনগুলোতে সঠিক নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা সেটা দেখতে অভিযান চালানো হয় এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে"।

কক্সবাজার জেলানল প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বলেন, "জরিমানা আদায় করা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অগ্নি-প্রতিরোধক দরজার বিপরীতে কাঠের দরজা, অকেজো স্মোক ডিটেক্টর, অপর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশার, হোটেলের আয়তন অনুপাতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চূড়ান্ত সনদ না থাকা এবং রেস্তোরাঁগুলোতে খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করার পাশাপাশি নিরাপদ খাদ্য পরিবেশনে ত্রুটির প্রমাণ মিলেছে।

এছাড়া দণ্ডিত প্রতিষ্ঠানগুলোকে ত্রুটিগুলো দ্রুত কাটিয়ে উঠতে নির্দেশনা দেয়ার পাশাপাশি সতর্কও করা হয়েছে। পাশাপাশি  প্রশাসনের এই অভিযান আরও চলবে বলেও জানায় আভিযানিক দলের নেতৃত্বদানকারী কর্মকর্তরা"।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







না ফেরার দেশে সাংবাদিক তোফাজ্জল হোসেন
২ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:০৬