• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই পৌষ ১৪৩১ রাত ১২:৪১:৪৬ (27-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই পৌষ ১৪৩১ রাত ১২:৪১:৪৬ (27-Dec-2024)
  • - ৩৩° সে:

ভ্রমণ

বড়দিনের ছুটিতে বালিয়াটি জমিদার বাড়িতে পর্যটকদের ভিড়

২৬ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৫৯:৩৫

বড়দিনের ছুটিতে বালিয়াটি জমিদার বাড়িতে পর্যটকদের ভিড়

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বালিয়াটি জমিদার বাড়িতে এবারের বড়দিনের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।  

ঊনিশ শতকের অপূর্ব নিদর্শন-মানিকগঞ্জের বালিয়াটি প্রাসাদ। রাজধানীর কাছাকাছি যে কয়টি দর্শনীয় স্থান রয়েছে, তাদের মধ্যে এটি অন্যতম। খ্রিস্টীয় উনিশ শতকের একটি অপূর্ব নিদর্শন এটি। স্থানীয়দের কাছে যা বালিয়াটি জমিদারবাড়ি নামেও পরিচিত।

বালিয়াটি গ্রামের জমিদার গোবিন্দ রাম সাহা ছিলেন এর প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন আঠার শতকের মাঝামাঝি সময়ের একজন বড় মাপের লবণ ব্যবসায়ী। দধী রাম, পন্ডিত রাম, আনন্দ রাম এবং গোলাপ রাম-এই চার ছেলেকে রেখে তিনি প্রয়াত হন। তাদের দ্বারাই পরবর্তীতে বিভিন্ন সময়ে এই বালিয়াটি প্রাসাদটি নির্মিত হয়।

৫ দশমিক ৮৮ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই প্রাসাদের অভ্যন্তরে রয়েছে দুই শতাধিক কক্ষবিশিষ্ট সাতটি ভবন। প্রাসাদের পেছনেই রয়েছে অন্দরমহল, যেখানে বসবাস করতেন জমিদার পরিবারের সদস্যরা। অন্দরমহলের পেছনে রয়েছে ছয় ঘাটলার পুকুর, সেখানে রয়েছে লাল শাপলা ফুলের সমাহার।  

প্রতিটি প্রবেশ পথের গেটে রয়েছে সিংহ। পশ্চিম দিক থেকে দ্বিতীয় স্থাপনাটির দ্বিতীয়তলার একটি অংশ ব্যবহৃত হচ্ছে জাদুঘর হিসেবে। এই জাদুঘরের নিচতলায় রয়েছে ১৫টি লোহার সিন্দুক। এসব সিন্দুক মূল্যবান দ্রব্য রাখার কাজে ব্যবহার করতেন জমিদারেরা। জাদুঘরের দ্বিতীয় তলায় আছে কারুকার্যমণ্ডিত রংমহল। রংমহলে শোভা পাচ্ছে জমিদারদের ব্যবহৃত সংগৃহীত বিভিন্ন প্রাচীন নিদর্শন।

বালিয়াটি প্রাসাদটি বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরর আওতায় সুরক্ষিত ও সংরক্ষিত রয়েছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু
২৬ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:৫২:৪০





খোকসায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
২৬ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:০৩:০৬


গাজীপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার
২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:১৭


মৌলভীবাজারে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:৩৬