কক্সবাজারে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে কক্সবাজারের সকল উপজেলার ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এসময় কক্সবাজার জেলার ভাতাভোগী ৩০৩ জন সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন করা হয়।২৮ মার্চ শুক্রবার সকালে কক্সবাজার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই, ২০০ গ্রাম গুঁড়ো দুধ, আধা কেজি সুজি, ১ প্যাকেট নুডুলস ও ২০০ গ্রাম ঘি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কক্সবাজার জেলার জেলা কমান্ড্যান্ট উপপরিচালক আমিনুল ইসলাম, পিপিএম, পিভিএম । এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তফা গাজীসহ অনেকে।জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা দেশের সার্বিক নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। এ ঈদ উপহার তাদের প্রতি মহাপরিচালক মহোদয়ের কৃতজ্ঞতার এক ক্ষুদ্র প্রকাশ। কক্সবাজারে কর্মরত সকলকে সক্ষমতা অর্জনের পাশাপাশি ন্যায় ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।’ঈদ উপহার সামগ্রী হাতে পেয়ে সদস্যরা আবেগে আপ্লুত হন এবং বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এ ধরনের উদ্যোগের ফলে সদস্যরা নতুন উদ্যমে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হবে বলে মনে করেন সবাই।