• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:১৪:৪৬ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:১৪:৪৬ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে মাহিন্দ্র-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ইটভর্তি মাহিন্দ্র ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু হয়েছে।২৯ মার্চ শনিবার বিকেলে উপজেলার বাঁশতৈল-তাললতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বাঁশতৈল-তাললতলা বাসস্ট্যান্ডের মাঝখানে দ্রুতগামী একটি ইটভর্তি মাহিন্দ্রের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দে আশপাশের লোকজন ছুটে আসেন এবং গুরুতর আহত অবস্থায় সিএনজি চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত চালকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পাশের একটি গ্রামে বসবাস করতেন এবং দীর্ঘদিন ধরে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা যুবায়ের আহম্মেদ বলেন, দুর্ঘটনার খবর এখনও আনুষ্ঠানিকভাবে পাইনি। তবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চালকের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত চালকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান