• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:২৪:৫৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:২৪:৫৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

নাশকতার মামলায় কাপাসিয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকনকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।২০  বুধবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ওই ইউনিয়নের কুড়িয়াদি গ্রামের মৃত ইয়াসিন মাস্টারের ছেলে ও কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা এবং সিংহশ্রী এমবি দাখিল মাদ্রাসার গণিতের শিক্ষক।মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট এক দফা আন্দোলন চলাকালে কাপাসিয়া সদরের ফকির মজনু শাহ সেতু এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় তারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারি ডাকবাংলো ও বহুসংখ্যক মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।এ ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়ন বাদী হয়ে গত ১৭ সেপ্টেম্বর সাবেক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬১ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা করেন।কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন ওই চেয়ারম্যানকে গ্রেফতারের কথা স্বীকার করে জানান, তিনি একটি নাশকতার মামলায় এজাহার নামীয় আসামী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান