নারায়ণগঞ্জে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা আটক
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে সৎ মেয়ের নগ্ন ভিডিও ধারণ করে ধর্ষণ চেষ্টার অভিযোগে শামীম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।৮ মার্চ শনিবার রাতে বন্দরের নবীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, নবম শ্রেণীর শিক্ষার্থী মেয়েকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে ভিডিও ধারণ করে সৎ বাবা শামীম। এই ভিডিও দেখিয়ে পরে তাকে একাধিকবার ধর্ষণের চেষ্টা করে শামীম। পরবর্তীতে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি জাতে পারলে শামীমকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অভিযুক্তকে আটক করেছি। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ কর হবে।