• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৯:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৯:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ডেঙ্গু আতঙ্ক, ২৪ ঘণ্টায় আরও ৭৭ জন আক্রান্ত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে এডিস মশার বিস্তার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৭৭ জন। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা ১৮৮৪ জন।জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নারায়ণগঞ্জে এ যাবৎ কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ী ১২ নভেম্বর মঙ্গলবার সকাল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১১১ জন।এখন পর্যন্ত পুরো নারায়ণগঞ্জ জেলায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিড়েছেন ১ হাজার ৭৭৩ জন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান