ফরিদপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তারিকুল ইসলাম (৩২) নামে একজন মারা গেছেন। নিহতের বিষটি নিশ্চিত করেছেন তার চাচা মো. ওমর ফারুক।২৬ জানুয়ারি রোববার উপজেলার ময়না ইউনিয়নের বান্দুক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারিকুল ইসলাম একই গ্রামের মো. কালাম শেখের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও মেয়ে রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, তারিকুল ইসলামের ঘরের উপরে হেলে পড়া পেয়ারার ডাল ও গাছ কাটতে যায়। গাছ কাটার সময় অসতর্কতাবশত বিদ্যুতের মিটারের ক্যাবল কেটে যাওয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তখন তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরে মারা যান তিনি।নিহতের চাচা ওমর ফারুক জানান, ঘর ঘেঁষা একটি পেয়ারা গাছ কেটে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান। পরে রোববার সন্ধ্যায় জানাযা শেষ করে তাকে দাফন করা হয়। ওর ছেলে মেয়ে নিয়ে দুশ্চিন্তায় আছি।বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. গোলাম রসূল জানান, এ বিষয়ে নিহত পরিবারের লোকজন কিছু জানায়নি। জানলে অবশ্যই ঘটনাস্থলে পুলিশ গিয়ে খোঁজ খবর নিতেন।