ফরিদপুরে গুলির ঘটনায় হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে পৃথক মামলা
স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক তরুণীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে বখাটেদের গুলিতে দুই তরুণ আহত হয়। এ ঘটনায় হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।এ দুটি মামলায় সামিউল ইসলামসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।জানা যায়, আহত হাফিজুর রহমানের বাবা উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মফিদুল ইসলাম বাদী হয়ে ১৮ সেপ্টেম্বর বুধবার আলফাডাঙ্গা থানায় মামলা দুটি দায়ের করেন।১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, বুধবার হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে মামলা দুটি নথিভুক্ত করা হয়। মামলায় ঘটনাস্থল থেকে আটক হওয়া সামিউল ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।এর আগে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এক তরুণ তার বান্ধবীকে নিয়ে উপজেলার কাতলাসুর গ্রামের স্বপ্ননগরে ঘুরতে যান। সেসময় ওই এলাকায় থাকা ৬/৭ জন বখাটে ঘুরতে যাওয়া তরুণীকে উত্ত্যক্ত করে। একপর্যায়ে ওই বখাটেদের সঙ্গে কথা-কাটাকাটি হয় ওই তরুণীর বন্ধুর। পরে ওই তরুণীর বন্ধু তার পরিচিত কয়েকজনকে ডেকে আনলে বখাটেরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়।ওই সময় বখাটেদের গুলিতে হাফিজুর রহমান (২৪) ও খাইরুল ইসলাম (২৩) গুলিবিদ্ধ হন। হাফিজুরের মাথার ডান পাশে ও খাইরুলের পায়ে গুলিবিদ্ধ হয়।পরে তাদের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।