ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন
সদরপুর, (ফরিদপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২৭ মার্চ বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থী।এসময় তারা বলেন, কলেজটি শিবচরের মধ্যে হলেও এখানে অধ্যায়নরত বেশির ভাগ শিক্ষার্থী পার্শ্ববর্তী ফরিদপুর জেলার সদরপুর ও ভাঙ্গা উপজেলার। যদি এই কলেজের কেন্দ্র বাতিল করা হয় তবে পরীক্ষার্থীদের নানান সমস্যায় পরতে হবে। সমস্যা গুলো বিবেচনা করে অত্র কলেজেই পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবি জানান তারা।কলেজের অধ্যক্ষ হাফিজুল্লাহ মিয়া বলেন, ২০১৭ সাল থেকে এই কলেজে পরীক্ষার কেন্দ্র চালু হলে কলেজটি সুনামের সাথে এতদিন কার্যক্রম পরিচালনা করে আসছিল কিন্তু গত ১৭ মার্চ ঢাকা বোর্ড থেকে পাঠানো একটি চিঠির মাধ্যমে জানতে পারলাম আমাদের কলেজের কেন্দ্রটি বাতিল করা হয়েছে। বিষয়টি শিক্ষার্থীরা জানার পর তারা এ মানববন্ধন করছে।