তারেক রহমানের পক্ষ থেকে মানিকগঞ্জে ঈদ উপহার
মানিকগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএ জিন্নাহ কবির।২৭ মার্চ বৃহস্পতিবার সারাদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দেন তিনি।জিন্নাহ কবির জানান,৬ হাজার মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন তিনি। ঈদ উপহার বিতরণকালে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় সকলের দোয়া চান। পাশাপাশি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্র কাঠামো মেরামতে সুযোগ দানের আহবান জানান।এ সময় জেলা যুবদলের আহব্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক আসিফ ইকবাল রনিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।